শীঘ্রই অপেক্ষার অবসান, 200MP ক্যামেরার সঙ্গে Redmi Note 13 Pro আসছে আপনার দেশে
শাওমি (Xiaomi) গত সেপ্টেম্বরে চীনের বাজারে Redmi Note 13 লাইনআপ লঞ্চ করেছিল। এই সিরিজে Redmi Note 13, Redmi Note 13 Pro...শাওমি (Xiaomi) গত সেপ্টেম্বরে চীনের বাজারে Redmi Note 13 লাইনআপ লঞ্চ করেছিল। এই সিরিজে Redmi Note 13, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro+ এই তিনটি মডেল আছে। এদের মধ্যে Redmi Note 13 Pro মডেলটি এখন থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সাইটে উপস্থিত হয়ে শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ হওয়ার জল্পনা উস্কে দিয়েছে।
Redmi Note 13 Pro শীঘ্রই আসছে গ্লোবাল মার্কেটে
চীনা ব্র্যান্ডের রেডমি নোট ১৩ প্রো স্মার্টফোনটি থাইল্যান্ডের ন্যাশানাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। সেখানে ফোনটির উপস্থিতি ইঙ্গিত দেয় যে, ডিভাইসটির গ্লোবাল লঞ্চ সামনেই। ওই সাইটে রেডমি নোট ১৩ প্রো-এর মডেল নম্বর 23117RA68G। এই ক্ষেত্রে বলে রাখি, গত মাসে, রেডমি নোট ১৩ প্রো-এর গ্লোবাল ভ্যারিয়েন্টটিকে একই মডেল নম্বরের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সার্টিফিকেশনেও দেখা গেছে।
রেডমি নোট ১৩ প্রো গ্লোবাল জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম, গিকবেঞ্চ (Geekbench)-এও দেখা গেছে। এখানে, এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসরের সাথে তালিকাভুক্ত ছিল, যা ৮ জিবি র্যামের সাথে যুক্ত। রেডমি নোট ১৩ প্রো-এর গ্লোবাল ভার্সনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। এখনও পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, স্মার্টফোনটিতে লম্বা ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাস অফার করবে।
এছাড়া, Redmi Note 13 Pro-এর পিছনে ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HP3 প্রাইমারি ক্যামেরা দেখা যাবে। এই সেন্সরটি একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরের সাথে যুক্ত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। Redmi Note 13 Pro-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৫,১০০ এমএএইচ ব্যাটারি, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং অ্যান্ড্রয়েড ১৩ ওএস ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিন।