Redmi Note 14 সিরিজ লঞ্চ হতেই 9 হাজার টাকা পর্যন্ত দাম কমলো Redmi Note 13 সিরিজের ফোনের

Redmi Note 14 Pro এর 128GB স্টোরেজ মডেল ফ্লিপকার্ট থেকে ছাড়ের পর 17,996 টাকায় কেনা যাবে। আর 256GB মডেলের দাম 20,888 টাকা।

Julai Mondal 9 Dec 2024 11:39 PM IST

শাওমি আজ ভারতে তাদের লেটেস্ট রেডমি নোট 14 সিরিজের ফোন লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে এসেছে তিনটি স্মার্টফোন। আর ডিভাইসগুলি লঞ্চের পরে, অনলাইনে দাম কমেছে এদের পূর্বসূরি অর্থাৎ রেডমি নোট 13 সিরিজের ফোনের। Redmi Note 13 সিরিজের স্মার্টফোনগুলি এখন 9,367 টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে। ফ্লিপকার্টে রেডমি নোট 13, প্রো এবং প্রো+ মডেল তিনটি কম দামে বিক্রি হচ্ছে।

দাম কমলো Redmi Note 13-এর

রেডমি নোট 13 এর 128GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্টে 14,980 টাকায় বিক্রি হচ্ছে। এটি আর্কটিক হোয়াইট এবং ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। মনে রাখবেন যে এই হ্যান্ডসেটটি ভারতে 18,999 টাকায় লঞ্চ হয়েছিল, অর্থাৎ ফ্লিপকার্ট এর উপর 4,019 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে।

রেডমি নোট 13 প্রো 5,111 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে

একইভাবে রেডমি নোট 13 প্রো এর 128GB স্টোরেজ মডেল ফ্লিপকার্ট থেকে ছাড়ের পর 17,996 টাকায় কেনা যাবে। আর 256GB মডেলের দাম 20,888 টাকা। উল্লেখ্য, প্রো ভার্সনটির এই স্টোরেজ ভ্যারিয়েন্ট 25,999 টাকায় লঞ্চ হয়েছিল।

রেডমি নোট 13 প্রো প্লাস এর দাম প্রায় 10,000 টাকা কমেছে

রেডমি নোট 13 প্রো প্লাস এর বেস 256GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্টে 22,632 টাকায় বিক্রি হচ্ছে। এই মিড-রেঞ্জ ফোনটি 31,999 টাকায় লঞ্চ করা হয়েছিল, যার অর্থ ই-কমার্স প্ল্যাটফর্মে ডিভাইসটি 9,367 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে বিক্রি করছে।

রেডমি নোট 13 প্রো এবং 13 প্রো প্লাস এর ফিচার

উভয় ফোনে আছে 6.67-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং ডিসপ্লের সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। আর ডিসপ্লের পাঞ্চ হোল কাট আউটের মধ্যে সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য প্রো মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S জেন 2 চিপসেট রয়েছে, যেখানে প্রো + মডেলে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 আল্ট্রা প্রসেসর।

ক্যামেরার কথা বললে, 13 প্রো প্লাস মডেলে আইএস সহ 200 মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল এইচপি 3 প্রাথমিক সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফির জন্য সামনে আছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে 120W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। নোট 13 প্রো ডিভাইসে 67W চার্জিং সহ 5,100mAh ব্যাটারি রয়েছে।

Show Full Article
Next Story