ধামাকার জন্য তৈরি থাকুন! Redmi Note 13 সিরিজের সবচেয়ে পাওয়ারফুল ফোন আনছে শাওমি
রেডমি তাদের Note 13 সিরিজের অধীনে একটি হাই পারফরম্যান্স স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত,...রেডমি তাদের Note 13 সিরিজের অধীনে একটি হাই পারফরম্যান্স স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত, ব্র্যান্ডটি Redmi Note 13 5G, Note 13 Pro 5G, Redmi Note 13 Pro+ 5G, Redmi Note 13R, এবং Redmi Note 13R Pro সহ একাধিক Note 13-সিরিজের ফোন লঞ্চ করেছে। আর নয়া মডেলটির নাম হতে চলেছে Redmi Note 13 Turbo। Qualcomm-এর প্রিমিয়াম Snapdragon 8-সিরিজ চিপসেট থাকার কারনে সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন হিসাবে আসবে এটি। চলুন আপকামিং Redmi Note ফোনটির প্রসেসর সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে জেনে নেওয়া যাক।
Redmi Note 13 Turbo-তে শক্তিশালী Snapdragon প্রসেসর
রেডমি চীনে গত বছর মার্চ মাসে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7প্লাস জেন 2 চিপসেটের সাথে রেডমি নোট 12 টার্বো লঞ্চ করেছিল। আর ফোনটির রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে পোকো এফ5 ফোনটিকে গত বছর মে মাসে গ্লোবাল মার্কেটে উন্মোচন করা হয়। সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে, আসন্ন রেডমি নোট 13 টার্বো-ও চায়না-এক্সক্লুসিভ ফোন হবে, অর্থাৎ এটি চীনের বাজারেই সীমাবদ্ধ থাকবে। আর এর রিব্যাজড সংস্করণ হিসাবে বিশ্ব বাজারে পা রাখবে পোকো এফ6।
জানিয়ে রাখি, কোয়ালকম আগামী 18 মার্চ চীনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7প্লাস জেন 3 প্রসেসরটি প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক চিপসেট নির্মাতা আগামী দিনে স্ন্যাপড্রাগন 8এস জেন 3 (আনঅফিশিয়াল নাম) চিপটিও উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে, যেটি স্ন্যাপড্রাগন 8 জেন 3-এর একটি আন্ডারক্লকড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে।
প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, রেডমি নোট 13 টার্বো-এ স্ন্যাপড্রাগন 7প্লাস জেন 3 চিপটি ব্যবহার করা হতে পারে, যেহেতু নোট 12 টার্বো-এ স্ন্যাপড্রাগন 7প্লাস জেন 2 রয়েছে। তবে পরে, এক চীনা টিপস্টার জানান যে, নোট 13 টার্বো-কে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8এস জেন 3 শক্তি জোগাবে। এছাড়াও, টিপস্টার দাবি করেছেন যে, রেডমি একটি নতুন ট্যাবলেটও শীঘ্রই লঞ্চ করার পরিকল্পনা করছে। রেডমি নোট 13 টার্বো এবং নতুন ট্যাবলেটটি এপ্রিল মাসে একইসাথে বাজারে পা রাখে কিনা, সেটাই এখন দেখার।
যেহেতু এখন, Redmi Note 13 Turbo ফোনটি Snapdragon 8s Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে বলে শোনা যাচ্ছে, তাই তার রিব্র্যান্ডেড ভার্সন Poco F6-এও একই চিপ অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা যায়। সম্ভবত, এই পোকো ফোনটি আগামী এপ্রিল বা মে মাসে বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করতে পারে। Redmi Note 13 Turbo হ্যান্ডসেটটি চীনা বাজারে আসন্ন iQOO Z9 Turbo এবং Realme GT Neo 6-এর মতো অন্যান্য Snapdragon 8s Gen 3-চালিত ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে অনুমান করা হচ্ছে।