Redmi Note 14 5G অ্যামোলেড ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা সহ লঞ্চ হল, দাম কত
Redmi Note 14 5G পূর্ব ঘোষণা মতো আজ চীনে লঞ্চ হল। এর দাম শুরু হয়েছে প্রায় ১৪,০০০ টাকা থেকে। Redmi Note 13 সিরিজের উত্তরসূরি হিসেবে…
Redmi Note 14 5G পূর্ব ঘোষণা মতো আজ চীনে লঞ্চ হল। এর দাম শুরু হয়েছে প্রায় ১৪,০০০ টাকা থেকে। Redmi Note 13 সিরিজের উত্তরসূরি হিসেবে আসা এই ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর, ৫,১১০ এমএএইচ ব্যাটারি এবং OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন Redmi Note 14 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Redmi Note 14 5G এর দাম ও কালার ভ্যারিয়েন্ট
রেডমি নোট ১৪ ৫জি স্মার্টফোনটি চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর দাম শুরু হয়েছে প্রায় ১৪,০০০ টাকা থেকে। এই মূল্য ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের রাখা হয়েছে।
৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ : ১১৯৯ ইউয়ান (প্রায় ১৪,৩০০ টাকা)
৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ: ১৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,৬৮৫ টাকা)
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ১৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,৮৭৫ টাকা)
১২ জিবি র্যাম + ২৫৫ জিবি মডেল: ১৬৯৯ ইউয়ান (আনুমানিক ২০,২৬০ টাকা)
রেডমি নোট ১৪ ৫জি চারটি কালারে পাওয়া যাবে - স্টারি হোয়াইট, ফ্যান্টম ব্লু এবং মিডনাইট ব্ল্যাক।
Redmi Note 14 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে: Redmi Note 14 5G ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,১০০ নিটস পিক ব্রাইটনেস, এইচডিআর১০+, এসজিএস আই প্রোটেকশন অফার করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ৫।
প্রসেসর ও স্টোরেজ: রেডমি নোট ১৪ ৫জি হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসর। ফোনটি ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে চলবে
ক্যামেরা: Redmi Note 14 5G স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি: এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,১১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য ফিচার: রেডমি নোট ১৪ ৫জি ডিভাইসে আইপি৬৪ রেটিং উপস্থিত, যা ফোনকে ধুলো-জল থেকে রক্ষা করবে। এছাড়া আছে স্টেরিও স্পিকার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Redmi Note 14 5G পূর্ব ঘোষণা মতো আজ চীনে লঞ্চ হল। এর দাম শুরু হয়েছে প্রায় ১৪,০০০ টাকা থেকে। Redmi Note 13 সিরিজের উত্তরসূরি হিসেবে…
COPYRIGHT 2024
Powered By Blinkcms