বাজার কাঁপাতে আসছে Redmi Note 14 5G, দমদার প্রসেসর সহ থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরা

Redmi একটি নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে, যার‌ নাম Redmi Note 14 5G। যদিও এর লঞ্চের তারিখ এখনও জানা যায়নি, তবে সম্প্রতি একে FCC ওয়েবসাইটে…

redmi note 14 5g listed fcc certification with 33w charging

Redmi একটি নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে, যার‌ নাম Redmi Note 14 5G। যদিও এর লঞ্চের তারিখ এখনও জানা যায়নি, তবে সম্প্রতি একে FCC ওয়েবসাইটে দেখা গেছে। এখান থেকে সামনে এসেছে যে, Redmi Note 14 5G এর গ্লোবাল ভ্যারিয়েন্টের মডেল নম্বর 24094RAD4G। আর লিস্টিং থেকে জানা গেছে যে, এতে হাইপার ওএস 1.0 অপারেটিং সিস্টেম সহ ওয়াই-ফাই এসি, ব্লুটুথ, এলটিই, 5G NR ব্যান্ডের মতো কানেক্টিভিটি অপশন থাকবে। আবার এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Redmi Note 14 5G পেল FCC থেকে অনুমোদন

এফসিসি থেকে উঠে আসা উল্লেখিত তথ্য ছাড়াও Redmi Note 14 5G এর বাকি স্পেসিফিকেশনের কথা বললে, এতে 1.5K রেজোলিউশন সহ AMOLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। তবে Redmi Note 13 5G মডেলে 108 মেগাপিক্সেল ক্যামেরা ছিল। যদিও আশা করা হচ্ছে নয়া মডেলের ক্যামেরা সেন্সর দুর্দান্ত আউটপুট দেবে। প্রসেসর হিসেবে Redmi Note 14 5G ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Redmi-এর এই 5G ফোন এখন মাত্র 9499 টাকায়, প্রথম সেলে বিক্রি ছাড়িয়েছিল তিন লক্ষ

Redmi 14C গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে

গ্লোবাল মার্কেটে সম্প্রতি লঞ্চ হয়েছে রেডমি 14সি ফোনটি। এটি বাজেট সেগমেন্টে এসেছে। এতে আছে 8 জিবি পর্যন্ত র‌্যাম ও 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। আর পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি81 প্রসেসর। এর পিছনে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা উপস্থিত, যার মধ্যে প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন 50 মেগাপিক্সেল। সেলফির জন্য এই স্মার্টফোনে 13 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 5160 এমএএইচ ব্যাটারি, যা 18 ওয়াট চার্জিং সাপোর্ট করে‌।

আরও পড়ুন: 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Redmi 14C বিশ্ব বাজারে লঞ্চ হল, রয়েছে 5000mAh ব্যাটারি

এই ডিভাইসের সামনে 120Hz রিফ্রেশ রেটের 6.88-ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল 600 নিট। সিকিউরিটির জন্য রেডমির এই ফোনে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপারওএসে চলবে। এটি ড্রিমি পার্পল, মিডনাইট ব্ল্যাক, সেজ গ্রিন এবং স্টারি ব্লু কালারে এসেছে। Redmi 14C এর দাম শুরু হয়েছে 119 ডলার অর্থাৎ প্রায় 10 হাজার টাকা থেকে।