Redmi Note 14 5G সুপার ক্যামেরা ও সুপার এআই ফিচার সহ আগামী মাসে ভারতে লঞ্চ হচ্ছে

আগামী ৯ ডিসেম্বর Redmi Note 14 5G সিরিজের ফোনগুলি ভারতে আসবে। আজ শাওমি ইন্ডিয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ থেকে নতুন নোট সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে।

Ankita Mondal 22 Nov 2024 8:48 AM IST

অবশেষে চীনের পর ভারতে লঞ্চ হচ্ছে Redmi Note 14 5G সিরিজ। আগামী ৯ ডিসেম্বর এই সিরিজের ফোনগুলি ভারতে আসবে। আজ শাওমি ইন্ডিয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ থেকে নতুন নোট সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। এটি নোট ১৩ সিরিজের উত্তরসূরি হিসেবে ভারতে লঞ্চ হবে। এই লাইনআপে তিনটি ডিভাইস অন্তর্ভুক্ত থাকবে রেডমি নোট ১৪, রেডমি নোট ১৪ প্রো ও রেডমি নোট ১৪ প্রো প্লাস।

Redmi Note 14 5G সিরিজ ভারতে লঞ্চ হচ্ছে ৯ ডিসেম্বর

শাওমি ইন্ডিয়ার তরফে একটি এক্স পোস্টে জানানো হয়েছে যে, অবশেষে আসছে বহুল প্রতীক্ষিত #RedmiNote14 সিরিজ! যেখানে আছে উন্নত এআই ফিচার ও গেম-চেঞ্জিং ক্যামেরা ইনোভেশন। আগে কখনও না হওয়া এমন বিষয় ধরার, তৈরি করার এবং খোঁজার জন্য প্রস্তুত হন।

পাশাপাশি শাওমির অফিসিয়াল ওয়েবসাইটে রেডমি নোট ১৪ ৫জি সিরিজের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। এখানে সিরিজ সম্পর্কে বিস্তারিত জানার জন্য 'নোটিফাই বাটন' দেওয়া হয়েছে। এছাড়া লেখা আছে, সুপার ক্যামেরা ও সুপাই এআই সহ রেডমি নোট ১৪ ৫জি সিরিজ ৯ ডিসেম্বর ভারতে লঞ্চ হবে। এই সিরিজ 'সুপার লুক, সুপার ভিশন, সুপার ইন্টেলিজেন্স, সুপার স্ট্রং' এর মতো বৈশিষ্ট্য অফার করবে।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেই নিশ্চিত করা হয়েছিল যে, নোট ১৪ ৫জি সিরিজ ডিসেম্বরে লঞ্চ হবে। এর আগের সিরিজ অর্থাৎ নোট ১৩ সিরিজ এই বছরের জানুয়ারিতে ভারতে এসেছিল। সেক্ষেত্রে উত্তরসূরি লঞ্চ টাইমলাইনের এক মাস আগেই ভারতে পা রাখছে। আর আগেই বলেছি এই সিরিজের অধীনে বেস মডেল, প্রো মডেল ও প্লাস মডেল অন্তর্ভুক্ত থাকবে। টিজার পেজে রেডমি নোট ১৪ প্রো প্লাস ফোনকে হাইলাইট করা হয়েছে।

রেডমি নোট ১৪ ৫জি সিরিজের স্পেসিফিকেশন

আপাতত জানা গেছে, ভারতে লঞ্চ হতে চলা রেডমি নোট ১৪ প্রো প্লাস ডিভাইসে ২০০ মেগাপিক্সেল স্যামসাং এস৫কেএইচপি৩ প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকবে। আর রেডমি নোট ১৪ প্রো মডেলে একই প্রাইমারি এবং আল্ট্রা-ওয়াইড ক্যামেরা মিলবে। তবে, এতে টেলিফটো লেন্সের পরিবর্তে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া হবে।

যেখানে চীনে রেডমি নোট ১৪ প্রো-তে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, আর নোট ১৪ প্রো প্লাস হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল ওমনিভিশন ওভিএক্স৮০০০ লেন্স উপস্থিত। এই সিরিজের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।

Show Full Article
Next Story