Note 13 সিরিজের রেশ না কাটতেই Redmi Note 14 নিয়ে চর্চা শুরু, কী কী চমক থাকবে

রেডমি (Redmi) আগামী ৪ জানুয়ারী বিশ্ব বাজারে Redmi Note 13 5G সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করতে চলেছে। ভারত চীনের বাইরে প্রথম মার্কেট হবে, যেখানে বহু প্রতীক্ষিত…

রেডমি (Redmi) আগামী ৪ জানুয়ারী বিশ্ব বাজারে Redmi Note 13 5G সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করতে চলেছে। ভারত চীনের বাইরে প্রথম মার্কেট হবে, যেখানে বহু প্রতীক্ষিত Note ফোনগুলি আত্মপ্রকাশ করবে। ৪ তারিখের পর একে একে অন্যান্য দেশেও Redmi Note 13 5G সিরিজটি পৌঁছাবে বলে আশা করা যায়। তবে লাইনআপটির গ্লোবাল লঞ্চের আগেই উত্তরসূরি সিরিজকে নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। এক সুপরিচিত চীনা টিপস্টার দাবি করেছেন যে, শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি Redmi Note 14 সিরিজের উপর কাজ শুরু করেছে। এদিকে, আরেক জনপ্রিয় চীনা ব্র্যান্ড, রিয়েলমি আগামী বছরের শুরুর দিকে Realme 12 সিরিজটি লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। অনুমান করা হচ্ছে যে এই লাইনআপটি সরাসরি Redmi Note 14 সিরিজকে টক্কর দেবে।

Realme 12 Pro-এর সাথে Redmi Note 14 Pro-এর লড়াই শীঘ্রই দেখা যেতে পারে চীনা বাজারে

সাম্প্রতিক রিপোর্টগুলি প্রকাশ করেছে যে, রিয়েলমি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে রিয়েলমি ১২ সিরিজের স্মার্টফোনগুলি উন্মোচন করার পরিকল্পনা করেছে। এই লাইনআপে একাধিক মডেল অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে, একটি প্রতিবেদন রিয়েলমি ১২ প্রো সিরিজের কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে।

বলা হচ্ছে যে, রিয়েলমি ১২ প্রো এবং রিয়েলমি ১২ প্রো প্লাস-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট থাকবে। মনে করা হচ্ছে, রিয়েলমি ১২ প্রো-এর রিয়ার ক্যামেরা সেটআপে ২x অপটিক্যাল জুম সহ একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ টেলিফটো ক্যামেরা থাকবে। অন্যদিকে, রিয়েলমি ১২ প্রো প্লাস-এ সম্ভবত ৩x অপটিক্যাল জুম সহ ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬৪বি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা উপস্থিত থাকবে।

আবার, এক চীনা টিপস্টার জানিয়েছেন যে Realme 12 সিরিজ, বিশেষ করে এর Pro মডেলগুলি Redmi Note 14 সিরিজের সাথে প্রতিদ্বন্দ্বীতা করবে। Redmi Note 13 সিরিজটি সেপ্টেম্বরে চীনে লঞ্চ করা হয়েছিল, তাই আন্দাজ করা যায় কোম্পানি Redmi Note 14 লাইনআপ ও তার পূর্বসূরির মধ্যে অন্তত ছয় মাসের ব্যবধান বজায় রাখবে। এটি নির্দেশ করে যে Note সিরিজের পরবর্তী মডেলগুলি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে আত্মপ্রকাশ করতে পারে, খুব সম্ভবত ফেব্রুয়ারিতে। টিপস্টার দাবি করেছেন যে, Note 14 সিরিজ কার্ভড-এজ ডিসপ্লে, কিছু ফ্ল্যাগশিপ-লেভেল ফিচার এবং প্রতিপক্ষ Realme 12-এর মতো একই প্রাইস রেঞ্জের সাথে বাজারে আসবে। কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে উপলব্ধ ক্যামেরা ফিচারগুলি খানিকটা পরিবর্তন করে Note 14 সিরিজে ব্যবহার করতে পারে।

তবে, Redmi Note 14 সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে বর্তমানে কোনও তথ্য উপলব্ধ নেই। প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডটি Realme 12 Pro সিরিজে প্রায় ২,০০০ ইউয়ান (প্রায় ২৩,৫০০ টাকা) মূল্যের মধ্যে টেলিফটো এবং পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে। তাই Redmi Note 14 Pro-এও একটি টেলিফটো ক্যামেরা দেখা যেতে পারে, অন্যদিকে, Note 14 Pro+ এ সম্ভবত পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে।