Redmi Note 14 ও Note 14 Pro এর 4G ভার্সন এবার ভারতে আসছে, থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা
Redmi Note 14 এর 4G মডেলে 5G ভ্যারিয়েন্টের মতো একই ডিজাইন থাকবে এবং এটি নীল, সবুজ এবং বেগুনি কালারে পাওয়া যাবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি G99 Ultra চিপসেট দ্বারা চালিত হবে। ডিভাইসটি 6GB RAM ও 128GB স্টোরেজ এবং 8GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
ভারতে সদ্য লঞ্চ হয়েছে Redmi Note 14 সিরিজ। এই সিরিজের অধীনে তিনটি মডেল এসেছে - নোট 14, নোট 14 প্রো এবং নোট 14 প্রো প্লাস। তিনটি মডেলেই 5G সাপোর্ট করে। তবে এবার এই সিরিজে আরও মডেল যোগ হতে চলেছে। 91Mobiles-এর রিপোর্ট অনুসারে, ব্র্যান্ডটি এখন এই সিরিজে নোট 14 এবং নোট 14 প্রো এর 4G ভার্সন যুক্ত করার পরিকল্পনা করছে। উভয় ডিভাইসের রেন্ডার এবং স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে, আসুন এই দুটি ফোনে বিশেষ কী থাকবে তা একবার দেখে নেওয়া যাক।
Redmi Note 14 এর 4G মডেলে 5G ভ্যারিয়েন্টের মতো একই ডিজাইন থাকবে এবং এটি নীল, সবুজ এবং বেগুনি কালারে পাওয়া যাবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি G99 Ultra চিপসেট দ্বারা চালিত হবে। ডিভাইসটি 6GB RAM ও 128GB স্টোরেজ এবং 8GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট অফার করবে এবং এটি গরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত থাকবে। রিয়ার ক্যামেরা সেটআপে দেখা যাবে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এতে দেওয়া হবে 5500mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Note 14 Pro 4G মডেলে 5G ভার্সনের মতো একই ডিজাইন দেখা যাবে। এটি কালো, নীল এবং বেগুনি রঙে পাওয়া যাবে। এতে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ এবং মিডিয়াটেক হেলিও G100-আল্ট্রা চিপসেট থাকবে। প্রো এর ক্যামেরা সেটআপে 200-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। উভয় মডেলে 5500mAh ব্যাটারি থাকবে, যা 45W চার্জিং সাপোর্ট করবে।
প্রো মডেলে গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন পাওয়া যাবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32-মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া এর আর কোনো স্পেসিফিকেশন সামনে আসেনি। রিপোর্টে বৈশিষ্ট্যের কথা বললেও লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়নি। তবে আশা করা যায়, আগামী বছরের শুরুতেই ডিভাইসগুলি বাজারে আসবে।
Redmi Note 14 এর 4G মডেলে 5G ভ্যারিয়েন্টের মতো একই ডিজাইন থাকবে এবং এটি নীল, সবুজ এবং বেগুনি কালারে পাওয়া যাবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি G99 Ultra চিপসেট দ্বারা চালিত হবে। ডিভাইসটি 6GB RAM ও 128GB স্টোরেজ এবং 8GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।