রেডমি ও পোকোর নতুন ফোন আসছে ভারতে, থাকবে 50MP ট্রিপল ক্যামেরা ও 45W চার্জিং

শাওমির দুটি নতুন ফোন পেল ভারতের বিআইএস সার্টিফিকেশন। একটি হল রেডমি নোট ১৪ এবং অপরটি পোকো ব্র্যান্ডিংয়ের সাথে আসবে।

Redmi Note 14 Poco X7 Neo Bis Certified India Launch Soon

সম্প্রতি ২৪০৯৪আরএডি৪সি মডেল নম্বর সহ একটি রেডমি ফোন চীনের ৩সি কর্তৃপক্ষ অনুমোদন করেছে। ভারতে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসএখন ২৪০৯৪আরএডি৪আই মডেল নম্বর সহ ডিভাইসটির ভারতীয় সংস্করণকে অনুমোদন করেছে। ভারতীয় ভ্যারিয়েন্টের পাশাপাশি, একটি আসন্ন পোকো ফোনও বিআইএস সার্টিফিকেশন সাইট হাজির হয়েছে।

রেডমি নোট ১৪/ পোকো এক্স৭ নিও পেল বিআইএস সার্টিফিকেশন

২৪০৯৪আরএডি৪আই এবং ২৪০৯এফপিসিসি৪আই মডেল নম্বর সহ দুটি আসন্ন স্মার্টফোন বিআইএস কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পেয়েছে। আগেই উল্লেখ করা হয়েছে যে প্রথম মডেলটি রেডমি নোট ১৪ ফোনের ভারতীয় সংস্করণ বলে মনে করা হচ্ছে। জুন মাসে, ইউরোপের ইইসি সার্টিফিকেশন প্ল্যাটফর্ম এই ডিভাইসটির গ্লোবাল ভার্সনকে অনুমোদন করেছে, যা ২৪০৯৪ আরএডি৪জি মডেল নম্বর বহন করে।

অন্যদিকে, ২৪০৯এফপিসিসি৪আই মডেল নম্বরে উল্লিখিত “পিসি” অক্ষরগুলি নির্দেশ করে যে এটি একটি আসন্ন পোকো স্মার্টফোন। জানিয়ে রাখি, রেডমি নোট ১৩ ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ চিপসেটে চলে। পোকো মার্চ মাসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ চিপসেট চালিত পোকো এক্স৬ নিও-কে রেডমি নোট ১৩-এর সামান্য পরিবর্তিত সংস্করণ হিসেবে লঞ্চ করেছিল। তাই, মনে করা হচ্ছে যে ২৪০৯এফ পিসিসি৪আই হতে পারে পোকো এক্স৭ নিও ফোনের মডেল নম্বর হতে পারে। তবে এগুলি অনুমান নির্ভর, তাই এই তথ্যগুলির সত্যতা কতটা, তা সময়ই বলতে পারবে।

প্রসঙ্গত, চায়না কম্পালসারি সার্টিফিকেশন প্রকাশ করেছে যে, রেডমি নোট ১৪ হ্যান্ডসেটটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জার সহ আসতে পারে। তবে, ডিভাইসটির অন্যান্য স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক রিপোর্টগুলি নির্দেশ করেছে যে, রেডমি নোট ১৪ প্রো এবং রেডমি নোট ১৪ প্রো প্লাস যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৫০ চিপসেটে চলবে৷ উভয় ফোনেই কার্ভড এজ সহ ১.৫কে রেজোলিউশন ওলেড প্যানেল এবং পিছনে ৫০ মেগাপিক্সেলের মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সিস্টেম থাকতে পারে।