90W ফাস্ট চার্জিং অফার করবে Redmi Note 14 Pro, সঙ্গে থাকবে 50MP ট্রিপল ক্যামেরা

এমাসের শুরুতে, 24094RAD4C মডেল নম্বর সহ একটি Redmi ফোন চীনের 3C (CCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্ম দ্বারা অনুমোদিত হয়েছিল৷ 45 ওয়াট চার্জার সহ এই ফোনটিকে Redmi Note…

Redmi Note 14 pro 3c certified with 90w fast charger

এমাসের শুরুতে, 24094RAD4C মডেল নম্বর সহ একটি Redmi ফোন চীনের 3C (CCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্ম দ্বারা অনুমোদিত হয়েছিল৷ 45 ওয়াট চার্জার সহ এই ফোনটিকে Redmi Note 14 5G বলে মনে করা হচ্ছে। এই সিরিজে 24115RA8EC এবং 24094RA29C মডেল নম্বর সহ আরও দুটি ফোন থাকবে বলে শোনা যাচ্ছে৷ আর আজ, 24115RA8EC ভ্যারিয়েন্টটি চীনের 3C কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন লাভ করেছেন। এই ফোনটি Redmi Note 14 Pro স্মার্টফোন সিরিজের অংশ হতে পারে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Redmi Note 14 Pro 5G পেল 3C সার্টিফিকেশন

প্রথমেই জানাই, গত বছর লঞ্চ হওয়া রেডমি নোট 13 প্রো এবং রেডমি নোট 13 প্রো প্লাস একই 5,000 এমএএইচ ব্যাটারি অফার করে। তবে, প্রো মডেলটি 67 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে, সেখানে প্রো প্লাস মডেলটি আরও উচ্চতর 120 ওয়াট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড রেডমি নোট 13 মডেলটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে।

জানিয়ে রাখি, আসন্ন রেডমি নোট 14 ফোনটি চায়না কম্পালসারি সার্টিফিকেশন সাইটে 24094RAD4C মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছিল। এই সার্টিফিকেশনটি ইঙ্গিত করে যে এটি 45 ওয়াট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করতে পারে। তবে মনে করা হচ্ছে, রেডমি নোট 14 প্রো এবং রেডমি নোট 14 প্রো প্লাস উন্নত ফাস্ট চার্জিং ক্ষমতা সহ আসতে পারে।

এখন 3C ডেটাবেসে 24115RA8EC মডেল নম্বরযুক্ত রেডমি ফোনটিকে 90 ওয়াট ফাস্ট চার্জার সহ দেখা গেছে, যা MDY-14-EC মডেল নম্বর বহন করে। যদিও চীনা টেক ব্লগাররা বিশ্বাস করেন যে, 24115RA8EC হল Redmi Note 14 Pro সংস্করণ, তবে এটি Pro না Pro Plus ভ্যারিয়েন্ট কিনা সে বিষয়ে কোনও স্পষ্টতা নেই।

উল্লেখ্য, Redmi Note 14 Pro ফোনে Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, Redmi Note 14 Pro+ MediaTek Dimensity 7350 প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। দুটি ফোনেই কার্ভড এজ সহ 1.5কে রেজোলিউশনের অলেড (OLED) ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ইউনিট থাকতে পারে। এখন যেহেতু Redmi Note 14 সিরিজের ডিভাইসগুলি 3C সার্টিফিকেশন সাইটের অনুমোদন পেয়েছে, তাই মনে করা হচ্ছে যে এটি সেপ্টেম্বরেই চীনে আত্মপ্রকাশ করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন