মেমোরি নিয়ে চিন্তা নেই, রেডমি নোট ১৪ প্রো ৪জি বেশি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ বাজারে আসছে

রেডমি নোট ১৪ প্রো ৪জি স্মার্টফোনে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এতে ৫০ বা ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকতে পারে।

Ankita Mondal 22 Oct 2024 3:15 PM IST

চীনের পর এবার গ্লোবাল মার্কেটে আসার পালা রেডমি নোট ১৪ সিরিজের ফোনের। ফিচারে ঠাসা এই স্মার্টফোন সিরিজের প্রো মডেল কিছুদিন আগেই আমেরিকা এফসিসি থেকে ছাড় পত্র পেয়েছিল। আজ আবার রেডমি নোট ১৪ প্রো ৪জি ইন্দোনেশিয়ার IMDA সার্টিফিকেশন সাইটে উপস্থিত হল। এই ডিভাইসে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। আর প্রসেসর হিসেবে এতে মিডিয়াটেক হেলিও জি৯৯ ব্যবহার করা হতে পারে। উল্লেখ্য, রেডমি নোট ১৪ প্রো ৫জি স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্ট্রা প্রসেসর দেওয়া হয়েছে।

রেডমি নোট ১৪ প্রো ৪জি বিশ্ব বাজারে শীঘ্রই লঞ্চ হচ্ছে

মাইস্মার্টপ্রাইস আজ রেডমি নোট ১৪ প্রো ৪জি ডিভাইসকে 24116RACCG মডেল নম্বর সহ আইএমডিএ সার্টিফিকেশন সাইটে খুঁজে পেয়েছে। মডেল নম্বরের শেষে জি থাকার অর্থ গ্লোবাল। তবে সার্টিফিকেশন সাইট থেকে ফোনটি স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কেবল আইএমডিএ এর ডেটাবেস নিশ্চিত করেছে যে, রেডমি নোট ১৪ প্রো ৪জি স্মার্টফোনে ৪জি কানেক্টিভিটি সহ ওয়াইফাই, এনএফসি ও ব্লুটুথ সাপোর্ট করবে। আর ৪জি মডেল হওয়ায় এটি হাই বাজেট রেঞ্জে লঞ্চ হবে।

উল্লেখ্য, এই একই মডেল নম্বর সহ রেডমি নোট ১৪ প্রো ৫জি আমেরিকার এফসিসি সার্টিফিকেশন সাইটে হাজির হয়েছিল। এখান থেকে আমরা হ্যান্ডসেটটি সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পেরেছি। যেমন এই ডিভাইসে ৬.৬৭ ইঞ্চি পিওএলইডি ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়া ডিসপ্লেটি হাই রিফ্রেশ রেট অফার করতে পারে। আবার রেডমি নোট ১৪ প্রো ৫জি চারটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ এফসিসি সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছিল - ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ। আশা করা যায়, এতে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করবে না।

আবার রেডমি নোট ১৪ প্রো ৪জি স্মার্টফোনে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। যেখানে এর পূর্বসূরি মডেলে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ছিল। তবে এতে ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে তা এখনও নিশ্চিত নয়। ফটোগ্রাফির জন্য এতে ৫০ বা ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকতে পারে। আর পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। এই একই প্রসেসর রেডমি নোট ১৩ প্রো ৪জি ফোনেও ছিল। উল্লেখ্য রেডমি নোট ১৪ প্রো ৫জি মডেলে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্ট্রা চিপসেট।

Show Full Article
Next Story