Redmi ও Poco আনছে দুই নতুন 5G ফোন, প্রসেসরে দেখতে পাবেন বড় সারপ্রাইজ

Redmi Note 14 সিরিজটি চলতি মাসেই বাজারে আসতে চলেছে। লঞ্চের আগে এখন আইএমইআই (IMEI) ডেটাবেসে Redmi Note 14 Pro 5G এবং Poco X7 ফোন দুটিকে…

Redmi Note 14 Pro 5G Poco X7 Launch Officially Confirmed

Redmi Note 14 সিরিজটি চলতি মাসেই বাজারে আসতে চলেছে। লঞ্চের আগে এখন আইএমইআই (IMEI) ডেটাবেসে Redmi Note 14 Pro 5G এবং Poco X7 ফোন দুটিকে দেখা গেছে। দুটি স্মার্টফোনেই একই ধরনের স্পেসিফিকেশন থাকবে। এটি নির্দেশ দেয় যে Poco X7 মডেলটি Redmi Note 14 Pro 5G ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হবে। তবে, Redmi Note 14 Pro 5G এবং Poco X7 এর মধ্যে কিছু পার্থক্য থাকবে। বিশেষ করে ক্যামেরার ক্ষেত্রে এই পার্থক্য দেখা যাবে। শাওমির লক্ষ্য হল কম দামে Poco X7 বিক্রি করা এবং সকল শ্রেণীর ক্রেতাদের কাছে এই নতুন স্মার্টফোন সস্তায় পৌঁছে দেওয়া।

Redmi Note 14 Pro 5G এবং Poco X7 IMEI ডেটাবেসে উপস্থিত হয়েছে

চলতি মাসের শুরুর দিকে প্রকাশ করা হয়েছিল যে, রেডমি নোট ১৪ ৫জি কে পোকো এম৭ প্রো ৫জি হিসাবে রিব্র্যান্ড করা হবে। এখন আনুষ্ঠানিকভাবে জানা গেছে যে রেডমি নোট ১৪ প্রো ৫জি ফোনটিকে পোকো এক্স৭ হিসাবে রিব্র্যান্ড করা হবে। উভয় ডিভাইসেরই কোডনেম “অ্যামেথিস্ট” এবং এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর (SM7635) সহ আসবে। আগের নোট ১৩ প্রো ৫জি মডেলের তুলনায় এটি একটি বেশ উল্লেখযোগ্য আপগ্রেড হতে চলেছে। কারণ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ ছিল স্যামসাংয়ের তৈরি একটি প্রসেসর। নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ Snapdragon 7s Gen 3 তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর তৈরি।

Redmi Note 14 Pro 5G ফোনটি 24090RA29G মডেল নম্বর বহন করে, যেখানে Poco X7 ফোনের মডেল নম্বর হল 24095PCADG। কয়েক সপ্তাহ আগে, Redmi Note 14 Pro 5G হ্যান্ডসেটটি 24090RA29C মডেল নম্বর সহ চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছে। তবে, যে স্মার্টফোনটি ৩সি সার্টিফিকেশন পাস করেছে তাতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল। এটা একটা অসুবিধা। কারণ আগের Redmi Note 13 Pro 5G ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছিল। নতুন Note 14 Pro 5G মডেলটি ৪৫ ওয়াট পর্যন্তই ফাস্ট চার্জ করতে সক্ষম হবে। যদিও নতুন প্রজন্মের Note 14 সিরিজটি প্রসেসর ইত্যাদির দিক থেকে উন্নত হতে চলেছে, তবে আগের সিরিজের তুলনায় কিছু ডাউনগ্রেডও হবে বলে শোনা যাচ্ছে।

এদিকে, স্ট্যান্ডার্ড Redmi Note 14 5G মডেলটি ৪৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে এবং এটি Redmi Note 13 5G ফোনটির তুলনায় একটি উন্নতি। Redmi Note 13 5G হ্যান্ডসেটটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বোঝা যাচ্ছে যে, শাওমি কিছু পরিবর্তন করতে চলেছে। তবে, প্রো মডেলে ফাস্ট চার্জিংয়ের ডাউনগ্রেড গ্রাহকদের নিরাশ করতে পারে। ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, Redmi Note 14 Pro 5G হবে Qualcomm 7s Gen 3 প্রসেসর যুক্ত প্রথম স্মার্টফোন। তবে নতুন Redmi Note 14 সিরিজটি অত্যন্ত প্রত্যাশিত এবং আশা করা হচ্ছে যে মাসের শেষে ডিভাইসগুলি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন