লঞ্চ হল Redmi Note 14 Pro ও Note 14 Pro+, প্রথমবার টেলিফটো ক্যামেরা সহ কি নেই! দাম কত
রেডমি নোট 14 5G সিরিজের মোট 5টি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। যার মধ্যে রয়েছে নোট 14 প্রো+ এর 3টি ভ্যারিয়েন্ট এবং নোট 14 প্রো এর 2টি ভ্যারিয়েন্ট।
Highlights
• Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro+ আজ 9 ডিসেম্বর ভারতে লঞ্চ হল।
• রেডমি নোট 14 5G সিরিজ mi.com এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। এর প্রথম সেলের তারিখ 13 ডিসেম্বর।
• রেডমি নোট 14 প্রো প্লাস এর বেস 8GB + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 29,999 টাকা। আর রেডমি নোট 14 প্রো এর বেস 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 23,999 টাকা।
Redmi Note 14 Pro 5G সিরিজ আজ ভারতে লঞ্চ হল, যার দাম শুরু হয়েছে 23,999 টাকা থেকে। এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন এদেশে এসেছে, যার মধ্যে রয়েছে Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro+। এর মধ্যে প্লাস মডেলে রয়েছে 6200mAh ব্যাটারি। আবার নোট 14 5G প্রো সিরিজের উভয় ফোনেই কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছে। ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপারওএস কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।
রেডমি নোট 14 5G প্রো সিরিজ mi.com এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। এর প্রথম সেলের তারিখ 13 ডিসেম্বর। লঞ্চ অফার হিসেবে সেলে আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত ছাড় পাবেন। রেডমি নোট 14 প্রো এবং নোট 14 প্রো প্লাস ফোন দুটি স্পেক্টর ব্লু, টাইটান ব্ল্যাক এবং ফ্যান্টম পার্পল (লেদার ফিনিশ) কালারে পাওয়া যাবে।
Redmi Note 14 5G Pro সিরিজের দাম
রেডমি নোট 14 5G প্রো সিরিজের মোট 5টি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। যার মধ্যে রয়েছে নোট 14 প্রো+ এর 3টি ভ্যারিয়েন্ট এবং নোট 14 প্রো এর 2টি ভ্যারিয়েন্ট।
Redmi Note 14 Pro+ এর তিনটি ভ্যারিয়েন্টের দাম:
রেডমি নোট 14 প্রো প্লাস এর বেস 8GB + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 29,999 টাকা।
এর 8GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে 31,999 টাকা।
আর নোট 14 প্রো প্লাস এর 12GB+512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 34,999 টাকা।
Redmi Note 14 Pro এর দুটি ভ্যারিয়েন্টের দাম:
রেডমি নোট 14 প্রো এর বেস 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 23,999 টাকা। আবার এর 8GB+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 25,999 টাকা।
রেডমি নোট ১৪ প্রো এর ফিচার ও স্পেসিফিকেশন
এই ফোনে কর্নিং গরিলা ভিক্টাস 2 প্রোটেকশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে আছে। ফোনটি পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আল্ট্রা চিপসেটের সাথে এসেছে এবং মিড-রেঞ্জে এটি দুর্দান্ত পারফরম্যান্স দেবে। ক্যামেরার কথা বললে, রেডমি নোট 14 প্রো ফোনে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ ট্রিপল-ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Redmi Note 14 Pro+ এর ফিচার ও স্পেসিফিকেশন
ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে আসা এই হাই-এন্ড মডেলটি সিরিজের মূল আকর্ষণ। রেডমি নোট 14 প্রো প্লাস মডেলে 6.67 ইঞ্চির 1.5K কার্ভড AMOLED ডিসপ্লে দেখা যাবে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 3 চিপসেট দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 50-মেগাপিক্সেল টেলিফোটো লেন্স সহ ট্রিপল রিয়ার সিস্টেম উপস্থিত। প্রো-লেভেল সেলফি এবং ভাল ভিডিও কলের জন্য এতে 20-মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। এই রেডমি ফোনে 6,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
রেডমি নোট 14 5G সিরিজের মোট 5টি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। যার মধ্যে রয়েছে নোট 14 প্রো+ এর 3টি ভ্যারিয়েন্ট এবং নোট 14 প্রো এর 2টি ভ্যারিয়েন্ট।