লঞ্চ হয়ে গেল Redmi Note 14 Pro ও Redmi Note 14 Pro+, দুর্দান্ত ক্যামেরা সহ রয়েছে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম

শাওমির সাব ব্র্যান্ড রেডমি আজ চীনে Redmi Note 14 Pro সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে দুটি মডেল এসেছে - Redmi Note 14 Pro ও…

Julai Mondal 26 Sept 2024 4:49 PM IST (Updated: 30 Sept 2024 3:18 AM IST)

শাওমির সাব ব্র্যান্ড রেডমি আজ চীনে Redmi Note 14 Pro সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে দুটি মডেল এসেছে - Redmi Note 14 Pro ও Redmi Note 14 Pro+। এই রেডমি সিরিজের ফোনের দাম শুরু হয়েছে প্রায় ১৬,৬০০ টাকা থেকে। দুটি স্মার্টফোনে পাওয়া যাবে ১.৫ রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও হাইপারওএস অপারেটিং সিস্টেম। আসুন Redmi Note 14 Pro ও Redmi Note 14 Pro+ এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Redmi Note 14 Pro ও Redmi Note 14 Pro+ এর দাম ও কালার ভ্যারিয়েন্ট

Redmi Note 14 Pro এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,৬০০ টাকা)। আর এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,৮০০ টাকা), ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৬৯৯ ইউয়ান (প্রায় ২০,২০০ টাকা) এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২২,৬০০ টাকা)

অন্যদিকে রেডমি নোট ১৪ প্রো প্লাস তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এদের দাম নীচে দেওয়া হল -

১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২২,৬৫৬ টাকা)
১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,০৯৯ ইউয়ান (প্রায় ২৫,০৪২ টাকা)
১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৭,৪২৮ টাকা)

Redmi Note 14 Pro ও Redmi Note 14 Pro+ মিডনাইট ব্ল্যাক ও মিরর পোর্সেলিয়ান হোয়াইট কালারে পাওয়া যাবে। এছাড়াও বেস মডেলটি অতিরিক্ত ফ্যান্টম ব্লু ও টুইলাইট পার্পেল কালারে এসেছে।

Redmi Note 14 Pro ও Redmi Note 14 Pro+ এর স্পেসিফিকেশন, ফিচার ও ডিজাইন

রেডমি নোট ১৪ প্রো ও রেডমি নোট ১৪ প্রো প্লাস নতুন ডিজাইন ও স্লিম বডি সহ লঞ্চ হয়েছে। এদের পিছনে গোলাকার ক্যামেরা মডিউল দেখা যাবে। সামনে আছে পাঞ্চ হোল ডিসপ্লে।

এই সিরিজের রেডমি নোট ১৪ প্রো ও রেডমি নোট ১৪ প্রো প্লাস উভয় স্মার্টফোনে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩,০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস, এইচডিআর১০+ ও ডলবি ভিশন সাপোর্ট করবে। আর ডিসপ্লের প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২।

পারফরম্যান্সের জন্য Redmi Note 14 Pro ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর। আর Redmi Note 14 Pro+ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত হবে। এগুলি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস সফটওয়্যারে চলে।

পাওয়ার ব্যাকআপের জন্য প্রো প্লাস মডেলে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আর প্রো মডেলে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরার কথা বললে, Redmi Note 14 Pro ও Redmi Note 14 Pro+ স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এরমধ্যে প্লাস ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২.৫এক্স অপটিক্যাল জুম ও ৬০এম‌এম সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। আর প্রো ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল তৃতীয় সেন্সর পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য উভয় ফোনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

Updated On: 30 Sept 2024 3:18 AM IST
Show Full Article
Next Story
Share it