ভারতে লঞ্চের আগেই Redmi Note 14 Pro+ সহ পুরো সিরিজের দাম ফাঁস, থাকবে AI ফিচার
Redmi Note 14 এর 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের এর দাম ভারতে 21,999 টাকা রাখা হবে। আর এর 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে 22,999 টাকা।
Redmi Note 14 সিরিজের ফোনগুলি 9 ডিসেম্বর ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি এই সিরিজের টপ মডেল অর্থাৎ, Redmi Note 14 Pro+ এর টিজার প্রকাশ করেছে সংস্থা। আজ আবার লঞ্চের আগে অনলাইনে এই সিরিজের তিনটি ডিভাইসের দাম ফাঁস হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই চীনে এই সিরিজ লঞ্চ হয়েছে। তাই এদের স্পেসিফিকেশন জানা। যদিও ফোনগুলির ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার কিছুটা আলাদা হবে বলে জানা গেছে। বিশেষ করে ক্যামেরা স্পেসিফিকেশনে পার্থক্য নজরে পড়বে।
Redmi Note 14 এর ভারতে দাম (লিক)
টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে, Redmi Note 14 এর 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের এর দাম ভারতে 21,999 টাকা রাখা হবে। আর এর 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে 22,999 টাকা। আবার 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে আপনাকে 24,999 টাকা দিতে হবে।
ভারতে Redmi Note 14 Pro এর দাম (লিক)
Redmi Note 14 Pro এর কথা বললে, এর 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হবে 28,999 টাকা। আর 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকবে 30,999 টাকা।
Redmi Note 14 Pro+ এর দাম (লিক)
আপনি যদি Redmi Note 14 Pro+ কিনতে চান তবে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে 34,999 টাকা ব্যয় করতে হবে। এদিকে, 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ দ্বিতীয় ভ্যারিয়েন্টের দাম রাখা হবে 36,999 টাকা। আর ফোনের টপ-এন্ড ভ্যারিয়েন্ট 12GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজের মূল্য ধার্য করা হবে 39,999 টাকা।
Exclusive 💰
— Abhishek Yadav (@yabhishekhd) November 27, 2024
Redmi Note 14 series Indian variants MRP; actual price will be less compared to MRP.
Note 14
6GB/128GB 💰 ₹21,999
8GB/128GB 💰 ₹22,999
8GB/256GB 💰 ₹24,999
📸 8MP Ultrawide in Indian variant
ℹ️ 6 AI features
Note 14 Pro
8GB/128GB 💰 28,999
8GB/256GB 💰 30,999…
ফিচার ও স্পেসিফিকেশন
রিপোর্ট অনুসারে, রেডমি নোট 14 প্রো মডেলে 12টি এআই ফিচার থাকবে, আর নোট 14 প্রো প্লাস ডিভাইসে সার্কেল টু সার্চ, এআই কল ট্রান্সলেশন এবং এআই সাবটাইটেল সহ 20টি এআই ফিচার পাওয়া যাবে। আবার সিরিজের বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ রেডমি নোট 14 ফোনে ৬টি এআই ফিচার থাকতে পারে। এছাড়া এই ফোনগুলি IP68 রেটিং সহ আসতে পারে। সিরিজের চীনে ভ্যারিয়েন্টে (বেস এবং প্রো) 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে। প্রসেসরের ক্ষেত্রে, প্রো প্লাস মডেলে Snapdragon 7s Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর প্রো ডিভাইসে Dimensity 7300 Ultra চিপসেট আছে। যেখানে বেস মডেলে Dimensity 7025 চিপসেট রয়েছে।
Redmi Note 14 এর 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের এর দাম ভারতে 21,999 টাকা রাখা হবে। আর এর 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে 22,999 টাকা।