Redmi Note 14 Pro+ Unboxed: লঞ্চের আগেই আনবক্স হয়ে গেল রেডমি নোট ১৪ প্রো প্লাস
আগামী ২৬ সেপ্টেম্বর লঞ্চ হবে Redmi Note 14 সিরিজ। সংস্থার তরফে ইতিমধ্যেই এই সিরিজের বিভিন্ন ফোনের বিশেষ বিশেষ ফিচার টিজ...আগামী ২৬ সেপ্টেম্বর লঞ্চ হবে Redmi Note 14 সিরিজ। সংস্থার তরফে ইতিমধ্যেই এই সিরিজের বিভিন্ন ফোনের বিশেষ বিশেষ ফিচার টিজ করা হচ্ছে। জানা গেছে, এই সিরিজের অধীনে আপাতত তিনটি স্মার্টফোন লঞ্চ হতে পারে - Redmi Note 14, Redmi Note 14 Pro, Redmi Note 14 Pro+। এরমধ্যে সবচেয়ে প্রিমিয়াম ফোনটির আনবক্সিং আর্টিকেল পাবলিশ করল চীনের জনপ্রিয় সাইট IT Home। আসুন Redmi Note 14 Pro+ আনবক্সিং করে তারা কি কি জানতে পেরেছে দেখে নেওয়া যাক।
Redmi Note 14 Pro+ এর আনবক্সিং আর্টিকেল থেকে কি কি জানা গেল
শুরুতেই বলি, আনবক্সিং আর্টিকেলে রেডমি নোট ১৪ প্রো প্লাস মডেলের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি দেখা গেছে। এর সামনে হালকা বেজেল সহ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের কোণগুলি কার্ভড হবে। আর পিছনে গোলাকার ক্যামেরা মডিউল রয়েছে। ক্যামেরা মডিউলের মধ্যেই থাকবে এলইডি ফ্ল্যাশ।
স্পেসিফিকেশনের কথা বললে, রেডমি নোট ১৪ প্রো প্লাস ডিভাইসে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে ওএলইডি স্ক্রিন থাকবে, যার প্রোটেকশনের জন্য ব্যবহার করা হবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৫০ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৯০ ওয়াট র্যাপিড চার্জিং সাপোর্ট সহ ৬,২০০ এমএএইচ ব্যাটারি।
আর্টিকেল থেকে আরও জানা গেছে যে, Redmi Note 14 Pro+ স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এর প্রাইমারি ক্যামেরায় ওআইএস সাপোর্ট করবে। ডিভাইসটি ডুয়েল স্পিকার, আইআর ব্লাস্টার, ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসবে। আর জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকতে ফোনটি আইপি৬৯ রেটিং পাবে। জানা গেছে এটি দুটি কালারে পাওয়া যাবে - মুন পরসেলেয়ান হোয়াইট ও মিডনাইট ব্ল্যাক।
এর সাদা কালারের একটি রিটেল বক্সের ছবিও শেয়ার করেছে আইটি হোম। জানা গেছে রিটেল বক্সে হ্যান্ডসেট, সিলিকন প্রোটেক্টিভ কেস, সিম ইজেক্টর পিন, চার্জিং কেবল ও ৯০ ওয়াট ফাস্ট চার্জার থাকবে।
COPYRIGHT 2024
Powered By Blinkcms