Redmi Note 14 Pro: রেডমির ব্লকবাস্টার স্মার্টফোন আসছে, ডিজাইন-ফিচার্সে সেরা

বহু প্রতীক্ষিত Redmi Note 14 সিরিজের সঠিক লঞ্চের তারিখ সম্পর্কে রেডমি এখনও মুখে কুলুপ এঁটে থাকলেও, সিরিজটির কালার অপশন কী হতে চলেছে তার একটা আভাস…

Redmi Note 14 Pro Series Color Options Revealed Before Launch

বহু প্রতীক্ষিত Redmi Note 14 সিরিজের সঠিক লঞ্চের তারিখ সম্পর্কে রেডমি এখনও মুখে কুলুপ এঁটে থাকলেও, সিরিজটির কালার অপশন কী হতে চলেছে তার একটা আভাস দিয়েছে সংস্থা। কোম্পানি আনুষ্ঠানিকভাবে Note 14 লাইনআপের Pro মডেল, অর্থাৎ Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro Plus -এর রঙের বিকল্পগুলি নিশ্চিত করেছে। চলুন এগুলি সর্ম্পকে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সামনে এল Redmi Note 14 Pro মডেলগুলির কালার অপশন

রেডমি নোট ১৪ প্রো চারটি শেডে পাওয়া যাবে। এগুলি হল ফ্যান্টম গ্রিন, টোয়াইলাইট পার্পল, মিরর পোরসেলিন হোয়াইট এবং মিডনাইট ব্ল্যাক। গ্রিন এবং পার্পল অপশনে ডুয়েল-টোন ফিনিশ দেখা যাবে, আর হোয়াইট কালারের মডেলটিতে আরও গ্লসি ফিনিশ থাকবে। ব্ল্যাক অপশনটি যদিও একই ক্লাসিক ম্যাট লুক অফার করবে।

অন্যদিকে, রেডমি নোট ১৪ প্রো প্লাস ফোনটি স্যান্ড স্টার গ্রিন, মিরর পোরসেলিন হোয়াইট এবং মিডনাইট ব্ল্যাকের মতো কালার ভ্যারিয়েন্টে বাজারে আসবে। উভয় প্রো মডেলেই একটি মসৃণ কার্ভড রিয়ার ডিজাইন এবং একটি স্বতন্ত্র স্কোয়ারিকল ক্যামেরা আইল্যান্ড দেখা যাবে। তবে, ক্যামেরা লেআউটে একটি সূক্ষ্ম পার্থক্য থাকবে। রেডমি নোট ১৪ প্রো মডেলের লেন্সগুলি একটি গ্লাস প্যানেলের মধ্যে অবস্থান করবে, আর প্রো প্লাসে আরও স্পষ্ট পৃথক ক্যামেরা রিং দেখা যাবে।

আরও পড়ুন: Oppo K12X 5G নতুন ফেদার পিঙ্ক কালারের সাথে ভারতে লঞ্চ হল, হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না

যদিও এই রঙের বিকল্পগুলি নিশ্চিত করা হয়েছে, তবে Redmi Note 14 সিরিজের স্পেসিফিকেশনগুলি সম্পর্কে এখনো কোম্পানির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে যে, Pro এবং Pro Plus – এর পাশাপাশি স্ট্যান্ডার্ড Redmi Note 14 মডেলটিও আত্মপ্রকাশ করবে, যা আরও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।

স্ট্যান্ডার্ড Redmi Note 14 মডেলে ১.৫কে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে, এটি তার পূর্বসূরির ফুলএইচডি প্যানেলের থেকে এক ধাপ ওপরে। ডিভাইসটির পিছনে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সিস্টেম থাকবে বলে শোনা যাচ্ছে এবং এটি MediaTek Dimensity 6100+ চিপসেট দ্বারা চালিত হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: 120Hz ডিসপ্লের সবচেয়ে সস্তা Poco 5G ফোন এটাই, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro Plus উভয় মডেলই মসৃণ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ কার্ভড ১.৫কে ওলেড (OLED) ডিসপ্লে অফার করবে বলে আশা করা হচ্ছে। এগুলির ক্যামেরা সিস্টেমটি অভিন্ন হবে বলে শোনা যাচ্ছে। এগুলি ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসতে পারে।

পারফরম্যান্সের জন্য, Redmi Note 14 Pro সম্প্রতি লঞ্চ হওয়া Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেটে চলতে পারে, যেখানে Redmi Note 14 Pro Plus ফোনটি MediaTek Dimensity 7350 প্রসেসর দ্বারা চালিত হতে পারে। অফিসিয়াল লঞ্চের আগে Redmi Note 14 সিরিজের সর্ম্পকে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন