Xiaomi-র বড় চমক, Redmi Note 14 Pro সিরিজের গ্লোবাল ভ্যারিয়েন্টে থাকো ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে Redmi Note 14 সিরিজ। এই সিরিজের অধীনে আসা ফোনগুলিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যা নিয়ে অনেকেই হতাশ হয়েছিলেন।…

Julai Mondal 29 Sept 2024 6:28 PM IST

সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে Redmi Note 14 সিরিজ। এই সিরিজের অধীনে আসা ফোনগুলিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যা নিয়ে অনেকেই হতাশ হয়েছিলেন। কারণ Redmi Note 13 সিরিজে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ছিল। তবে রেডমি ফোন ব্যবহারকারীদের সুখবর দিয়ে XiaomiTimes দাবি করেছে, বিশ্ব বাজারে Redmi Note 14 Pro সিরিজ ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ পাওয়া যাবে।

জানিয়ে রাখি Redmi Note 14 Pro ও Pro+ চীনে ৫০ মেগাপিক্সেল JN1 টেলিফটো সেন্সর সহ লঞ্চ হয়েছে। তবে রিপোর্টে বলা হয়েছে, গ্লোবাল মার্কেটে এই ডিভাইস দুটি ২০০ মেগাপিক্সেল Samsung ISOCELL HP3 সেন্সর সহ আসবে। রেডমির কাস্টম ওএস হাইপারওএস থেকে এই তথ্য পাওয়া গেছে।

Redmi Note 14 Pro সিরিজ গ্লোবাল মার্কেটে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে

চীনে শাওমিকে নতুন সেন্সর সহ রেডমি নোট ১৪ সিরিজকে লঞ্চ করতে দেখা গেছে। কারণ এই সিরিজে ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর আগে দেওয়া হয়নি। মনে করা হয়েছিল, সংস্থার তরফে মেগাপিক্সেলের উপর গুরুত্ব না দিয়ে ভালো ক্যামেরা সেটআপ অফার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আর সেই কারণে এবার রেডমি নোট ১৪ সিরিজ সারা বিশ্বে একই ক্যামেরা স্পেসিফিকেশন সহ পাওয়া যাবে।

তবে হাইপারওএস এর গ্লোবাল ভ্যারিয়েন্টের কোডে দেখা গেছে, রেডমি নোট ১৪ প্রো ও রেডমি নোট ১৪ প্রো প্লাস মডেলে স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল ISOCELL HP3 সেন্সর থাকবে। এছাড়াও রেডমি নোট ১৪ প্রো প্লাস এর ৫০ মেগাপিক্সেল OVX8000 ক্যামেরা সেন্সরকেও বদল করা হবে বলে রিপোর্টে জানানো হয়েছে। শুধু তাই নয়, এই সিরিজের চীনা ভ্যারিয়েন্টে থাকা টেলিফটো সেন্সরের পরিবর্তে গ্লোবাল ভ্যারিয়েন্টে ২ মেগাপিক্সেল OV02B10 ম্যাক্রো সেন্সর দেওয়া হবে।

Show Full Article
Next Story