OLED ডিসপ্লের সাথে আসছে Redmi Note 14 Pro, থাকবে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
Redmi Note 14 সিরিজ ২৬ সেপ্টেম্বর চীনে লঞ্চ হবে। এই সিরিজের অধীনে Redmi Note 14, Redmi Note 14 Pro ও Redmi Note 14 Pro+...Redmi Note 14 সিরিজ ২৬ সেপ্টেম্বর চীনে লঞ্চ হবে। এই সিরিজের অধীনে Redmi Note 14, Redmi Note 14 Pro ও Redmi Note 14 Pro+ ডিভাইসগুলি বাজারে আসবে। তবে লঞ্চের আগেই এই সিরিজের Redmi Note 14 Pro মডেলের সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করেছেন এক উইবো ইউজার। ফোনটির ডিসপ্লে সাইজ, প্রসেসর, ক্যামেরা ও ব্যাটারি ক্যাপাসিটি আমরা জানতে পেরেছি।
Redmi Note 14 Pro এর স্পেসিফিকেশন (ফাঁস)
রেডমি নোট ১৪ প্রো স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে (১২২০ x ২৭১২ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৪৫ পিপিআই পিক্সেল ডেন্সিটি ও ২৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হবে গরিলা গ্লাস ভিক্টাস ২।
পারফরম্যান্সের জন্য রেডমি নোট ১৪ প্রো মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর দেওয়া হবে। এতে LPDDR5 র্যাম ও UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটি ৮ জিবি, ১২ জিবি, ১৬ জিবি র্যাম সহ আসবে। আর হ্যান্ডসেটটি ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি স্টোরেজের সাথে লঞ্চ হবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস অপারেটিং সিস্টেমে চলবে।
ফটোগ্রাফির জন্য Redmi Note 14 Pro ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এই ক্যামেরা ৩০ এফপিএস-এ ৪কে ভিডিও রেকর্ড করতে দেবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 14 Pro স্মার্টফোনে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি আইপি৬৮ রেটিং সহ আসবে। এটি চারটি কালারে পাওয়া যাবে - মিডনাইট ব্ল্যাক, মিরর পোর্সেলিয়ান হোয়াইট, টুইলাইট পার্পেল ও ফ্যান্টম ব্লু।