iPhone 16 সিরিজের মতো ব্যাটারি ক্যাপাসিটি বাড়বে Redmi Note 14 সিরিজেও, লঞ্চের আগেই বড় ঘোষণা
শীঘ্রই চীনে লঞ্চ হবে Redmi Note 14 সিরিজ। গতবছর সেপ্টেম্বরে বাজারে পা রেখেছিল Redmi Note 13 সিরিজ। এবছরও এই মাসের শেষ...শীঘ্রই চীনে লঞ্চ হবে Redmi Note 14 সিরিজ। গতবছর সেপ্টেম্বরে বাজারে পা রেখেছিল Redmi Note 13 সিরিজ। এবছরও এই মাসের শেষ রেডমির জনপ্রিয় নম্বর সিরিজের ফোনগুলি লঞ্চ হতে পারে। কয়েকদিন আগেই Redmi Note 14 সিরিজের ডিভাইসগুলিকে 3C সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গিয়েছিল। এখন আবার রেডমির জেনারেল ম্যানেজার ওয়াং টেং থমাস আসন্ন ফোনগুলির বিভিন্ন ফিচার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে শুরু করেছে।
Redmi Note 14 সিরিজের ব্যাটারি পারফরম্যান্স সহ বিভিন্ন তথ্য প্রকাশ্যে
থমাস তার উইবো পোস্টে জানিয়েছেন যে, রেডমি নোট 14 সিরিজ আইপি68 রেটিং সহ আসবে। ফলে জল ও ধুলো লাগলে ডিভাইস ক্ষতিগ্রস্ত হবে না। উল্লেখ্য, গতবছর কেবল রেডমি নোট 13 প্রো প্লাস মডেলে আইপি68 চেসিস ছিল। তবে রেডমি নোট 13 ও রেডমি নোট 13 প্রো মডেল আইপি54 রেটিং সহ এসেছিল। ফলে নয়া সিরিজের প্রত্যেকটি মডেলে আইপি68 চেসিস থাকবে কিনা তা এখনও জানা যায়নি।
থমাস আরও দাবি করেছে, iPhone 16 সিরিজের মতো Redmi Note 14 সিরিজ আরও ভালো ব্যাটারি লাইফ দেবে। অর্থাৎ এগুলির ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানো হবে। উল্লেখ্য, Redmi 13 Pro ডিভাইসে 5100 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছিল, যেখানে Redmi Note 13 Pro+ এসেছিল 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারির সাথে।
রিপোর্টে অনুযায়ী, Redmi Note 14 Pro ও Redmi Note 14 Pro+ মডেলে 1.5কে রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেটের ওলেড ডিসপ্লে থাকবে। আর ফটোগ্রাফির জন্য এগুলিতে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আর পারফরম্যান্সের জন্য প্রো মডেলে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 3 প্রসেসর। যেখানে প্লাস ভ্যারিয়েন্ট আসবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7350 প্রসেসরের সাথে। ডিভাইসগুলিতে 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।