Redmi Note 14 সিরিজ ডিসেম্বরে ভারতে লঞ্চ হচ্ছে, 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে এই ফিচার

গ্লোবাল মার্কেটে Redmi Note 14 Pro Plus ফোনে ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এস৫কেএইচপি৩ প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকবে।

Ananya Sarkar 19 Nov 2024 9:47 PM IST

শাওমির জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি আগামীকাল ভারতে তাদের Redmi A4 5G স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ চিপসেট দ্বারা চালিত হ্যান্ডসেটটি এদেশে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন হিসাবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের পাশাপাশি শাওমি ভারতে Redmi Note 14 সিরিজের টিজার প্রকাশ করতে শুরু করেছে, যা ইঙ্গিত দেয় যে শীঘ্রই এই সিরিজের ফোনগুলি বাজারে আসবে। আসুন এখনও পর্যন্ত আপকামিং লাইনআপটি সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

প্রকাশিত হল Redmi Note 14 সিরিজের ইন্ডিয়া লঞ্চের টিজার

শাওমি আনুষ্ঠানিকভাবে এমাসের শুরুতে নিশ্চিত করেছে যে, নোট ১৪ সিরিজটি ভারতে আগামী ডিসেম্বরে উন্মোচন করা হবে। অর্থাৎ কোম্পানি সিরিজটিকে এই বছরের জানুয়ারিতে আত্মপ্রকাশ করা রেডমি নোট ১৩ লাইনআপের প্রায় এক মাস আগেই লঞ্চ করবে। যদিও টিজারে রেডমি নোট ১৪ সিরিজের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে "এ নোটওয়ার্থি রিভিল?" ক্যাপশনটি যথেষ্ট ইঙ্গিত দেয় যে ব্র্যান্ডটি ভারতে নোট সিরিজের পরবর্তী প্রজন্মকে অফিসিয়ালি টিজ করা শুরু করেছে। রেডমি নোট ১৪ সিরিজে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে - নোট ১৪, নোট ১৪ প্রো এবং নোট ১৪ প্রো প্লাস। এই ডিভাইসগুলি ইতিমধ্যে চীনে লঞ্চ হয়েছে এবং এখন অন্যান্য বাজারে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। সম্ভবত নোট ১৪ সিরিজের গ্লোবাল মডেলগুলি তার চীনা সংস্করণের থেকে ভিন্ন হবে।

রিপোর্টে অনুযায়ী, গ্লোবাল মার্কেটে রেডমি নোট ১৪ প্রো প্লাস ফোনে ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এস৫কেএইচপি৩ প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকবে। আবার রেডমি নোট ১৪ প্রো মডেলে একই প্রাইমারি এবং আল্ট্রা-ওয়াইড ক্যামেরা মিলবে। তবে, এতে টেলিফটো লেন্সের পরিবর্তে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া হবে। তুলনামূলকভাবে, চীনে রেডমি নোট ১৪ প্রো-তে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ প্রাইমারি ক্যামেরা রয়েছে, যেখানে নোট ১৪ প্রো প্লাস হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভিএক্স৮০০০ লেন্স রয়েছে। নোট ১৪ সিরিজটি বিশ্ব বাজারে অ্যান্ড্রয়েড ১৪ এবং হাইপারওএস ২.০ কাস্টম স্কিনের সাথে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, রেডমি নোট ১৪ প্রো এবং রেডমি নোট ১৪ প্রো প্লাস ফোনে ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ৬.৬৭ ইঞ্চির কার্ভড-এজ ওলেড (OLED) প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। রেডমি নোট ১৪ প্রো ফোনে উন্নততর পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্ট্রা প্রসেসরটি থাকতে পারে, যেখানে প্রো প্লাস মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপের সাথে আসতে পারে। উভয় ডিভাইসই আইপি৬৯-রেটেড জল এবং ধুলো প্রতিরোধী বডি অফার করবে বলে আশা করা হচ্ছে। চীনে রেডমি নোট ১৪ প্রো-তে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যেখানে নোট ১৪ প্রো প্লাস ৯০ ওয়াট চার্জিং সহ বড় ৬,২০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এগুলির গ্লোবাল ভ্যারিয়েন্ট একই ব্যাটারি সাইজ এবং চার্জ করার ক্ষমতা অফার করে কিনা, সেটাই এখন দেখার।

Show Full Article
Next Story