রেডমি নোট ১৪ সিরিজ দুর্দান্ত ফিচার সহ ভারতে লঞ্চ হচ্ছে, কবে থেকে সেল শুরু
Redmi Note 14 Series - ভারতে রেডমি নোট ১৪ ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর ১০+ সহ ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসতে পারে।
রেডমি ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। আর এই নতুন সিরিজের নাম রেডমি নোট ১৪ (Redmi Note 14)। ইতিমধ্যেই এই সিরিজের ফোনগুলি চীনে লঞ্চ হয়েছে। এখন টিপস্টার অভিষেক যাদক দাবি করেছেন যে, ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভারতে আসবে রেডমি নোট ১৪ সিরিজ। আর জানুয়ারির ১০ থেকে ১৫ তারিখের মধ্যে ফোনগুলির সেল শুরু হবে।
উল্লেখ্য, রেডমি নোট ১৩ লাইনআপের উত্তরসূরি হিসাবে আসতে চলেছে রেডমি নোট ১৪ সিরিজ। আগের সিরিজের ফোনগুলি ভারতে খুব ভাল সাড়া পেয়েছিল। এই সিরিজের অধীনে, চীনে তিনটি ফোন লঞ্চ হয়েছে, যেগুলি হল রেডমি নোট ১৪, নোট ১৪ প্রো এবং রেডমি নোট ১৪ প্রো প্লাস। ক্যামেরা সহ একাধিক ক্ষেত্রে নয়া সিরিজের ডিভাইসগুলিতে আপগ্রেড দেখা যাবে।
Exclusive ✨
— Abhishek Yadav (@yabhishekhd) October 28, 2024
Redmi Note 14 will launch in the last week of December or in the first week of January, 2025, and sales will start from 10–15 January in India.
There will be slight changes in Indian variants.#Redmi #RedmiNote14 pic.twitter.com/msbNb68DbU
রেডমি নোট ১৪ সিরিজ: স্পেসিফিকেশন
ভারতে রেডমি নোট ১৪ ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর ১০+ সহ ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসতে পারে। এতে দেওয়া হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসর। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।
আর এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। সেলফির জন্য সামনে ১৬ মেগাপিক্সেল লেন্স পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,১১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।
রেডমি নোট ১৪ প্রো এর স্পেসিফিকেশনের কথা বললে, এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো বা ডেপ্থ সেন্সর থাকতে পারে। ফোনটির সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে বলে অনুমান করা হচ্ছে। রেডমি নোট ১৪ প্রো এর চীনা ভ্যারিয়েন্টে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর রেডমি নোট ১৪ প্রো প্লাস মডেলে ৯০ ফাস্ট চার্জিং সহ ৬২০০ এমএএইচ ব্যাটারি আছে।
Redmi Note 14 Series - ভারতে রেডমি নোট ১৪ ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর ১০+ সহ ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসতে পারে।