বিশ্ববাজার কাঁপাচ্ছে Redmi Note সিরিজ, 38 কোটি ফোন বিক্রির নজির গড়ল Xiaomi

Redmi Note সিরিজটিকে শাওমি (Xiaomi)-এর স্মার্টফোন ব্যবসার "ব্রেড অ্যান্ড বাটার" বলা যায়। এই লাইনআপের হ্যান্ডসেটগুলি...
Ananya Sarkar 22 Sept 2023 7:07 PM IST

Redmi Note সিরিজটিকে শাওমি (Xiaomi)-এর স্মার্টফোন ব্যবসার "ব্রেড অ্যান্ড বাটার" বলা যায়। এই লাইনআপের হ্যান্ডসেটগুলি প্রতি বছর প্রচুর গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করে, যা বিক্রির পরিসংখ্যান থেকেই স্পষ্ট। কোম্পানি মার্চ মাসে ঘোষণা করেছিল যে, Redmi Note সিরিজের গ্লোবাল সেল ৩২০ মিলিয়ন বা ৩২ কোটি ইউনিট ছাড়িয়ে গেছে। গতকালই রেডমি একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে লেটেস্ট Note 13 সিরিজটির ওপর থেকে পর্দা সরানো হয়েছে। এই ইভেন্টে থেকে নতুন বিক্রয় পরিসংখ্যানও সামনে এসেছে, যা ব্র্যান্ডের দীর্ঘদিনের জনপ্রিয় Note সিরিজটির ধীর বৃদ্ধির দিকটি তুলে ধরেছে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

মার্চের পর Redmi Note সিরিজের গ্লোবাল সেল সাময়িকভাবে ধীর হয়েছে

গতকাল চীনে Redmi Note 13 সিরিজের লঞ্চ ইভেন্টে জানানো হয়েছে, বিশ্বজুড়ে রেডমি নোট সিরিজের বিক্রি ৩৩৮ মিলিয়ন বা ৩৩.৮ কোটি ইউনিট ছাড়িয়ে গেছে। এটি গত কয়েক বছরের সেলের সাথে তুলনা করলে খুব একটা আশাপ্রদ নয়। কেননা, শাওমি এর আগে জানিয়েছিল যে, তারা ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ইউনিট বিক্রি করেছে এবং পরে মার্চ মাসে এই সংখ্যাটি ৩২০ মিলিয়ন বা ৩২ কোটিতে পৌঁছায়। তবে মার্চ মাসের পর ছড় মাসেরও বেশি সময় কেটে গেলেও এই সময়ের মধ্যে কোম্পানিটি আর মাত্র ১৮ মিলিয়ন বা ১.৮ কোটি রেডমি নোট ফোন বিক্রি করতে পেরেছে।

জানিয়ে রাখি, গতকাল চীনা বাজারে পা রাখা Note 13, Note 13 Pro, এবং Note 13 Pro+ হল Redmi Note সিরিজের নতুন সংযোজন। Pro মডেলগুলিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা সহ ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। Note 13 Pro+ মডেলটি MediaTek Dimensity 7200 Ultra প্রসেসর দ্বারা চালিত, অন্যদিকে, Note 13 Pro-তে Snapdragon 7s Gen 2 চিপসেটটি রয়েছে। আর স্ট্যান্ডার্ড Note 13-এ MediaTek Dimensity 6080 চিপটি ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, উভয় Pro মডেলেই অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HP3 প্রাথমিক সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে৷ আর রেগুলার Redmi Note 13-এ ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ অবস্থান করছে। Note 13 Pro+ ১২০ ওয়াট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে এসেছে। তবে Pro মডেলটিতে ৬৭ ওয়াট চার্জিং সহ সামান্য বড় ৫,১০০ এমএএইচ ব্যাটারি রয়েছে আর স্ট্যান্ডার্ড সংস্করণটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে।

Show Full Article
Next Story