Redmi Note Series: রেডমি নোট সিরিজের 32 কোটি স্মার্টফোন বিক্রি করে শাওমির নয়া রেকর্ড

Redmi Note সিরিজ সারা বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন লাইনআপগুলির মধ্যে অন্যতম। ২০১৪ সালে শাওমি (Xiaomi)-এর...
Ananya Sarkar 30 March 2023 1:18 PM IST

Redmi Note সিরিজ সারা বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন লাইনআপগুলির মধ্যে অন্যতম। ২০১৪ সালে শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি তাদের এই বিপুল জনপ্রিয় সিরিজটির সূচনা করে। গত অক্টোবর মাসে রেডমি বর্তমান প্রজন্মের Note 12 সিরিজের অধীনে বেশ কয়েকটি হ্যান্ডসেট চীনের পাশাপাশি বিশ্ববাজারে লঞ্চ করে। আর তারপর ডিসেম্বরের শুরুতে, কোম্পানি জানায় যে তারা এখনও পর্যন্ত সাফল্যের সাথে Note সিরিজের ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ইউনিট বিক্রি করেছে। আর মাত্র তিন মাস পরে এখন, সংস্থাটি প্রকাশ করেছে যে বিক্রি হওয়া Redmi Note-এর সংখ্যা আরো বেড়েছে। আসুন এসম্পর্কে ব্র্যান্ডের তরফে ঠিক কি নিশ্চিত করা হয়েছে, সবিস্তারে জেনে নেওয়া যাক।

Redmi Note সিরিজের মোট বিক্রি ছাড়ালো ৩২ কোটি ইউনিটের গণ্ডি

দিন দুয়েক আগে (২৯ মার্চ) রেডমি নোট ১২ টার্বো-এর লঞ্চ ইভেন্টে, শাওমির পক্ষ থেকে জানানো হয়েছে যে রেডমি নোট লাইনআপের বিক্রি বিশ্বব্যাপী ৩২০ মিলিয়ন বা ৩২ কোটি ইউনিট ছাড়িয়ে গেছে। অর্থাৎ গত তিন মাসে কোম্পানিটি দুই কোটি ইউনিট বিক্রি করেছে।

উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালে রেডমি নোট ১১ মডেলটি সারা বিশ্বে সেরা দশটি সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের মধ্যে অন্যতম ছিল। ক্যানালিস-এর রিপোর্ট অনুযায়ী, গত বছর রেডমি নোট ১১-এর ১৮ মিলিয়ন বা ১.৮ কোটি ইউনিট বিক্রি হয়েছিল, যা আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স-এর বিক্রি হওয়া ইউনিটের সমতুল্য ছিল।

তবে, বিক্রির পরিসংখ্যানটি বেশি বলে মনে হলেও, গত কয়েক ত্রৈমাসিক ধরে Redmi Note-এর সামগ্রিক সরবরাহের পরিমাপ কমছে। উদাহরণস্বরূপ, কোম্পানি ২০২১ সালে মাত্র ৫ মাসের মধ্যে Note সিরিজের ৪০ মিলিয়ন বা ৪ কোটি ইউনিট বিক্রি করতে সমর্থ হয়েছিল।

জানিয়ে রাখি, আগের বছরগুলির বিপরীতে, শাওমি এখন বিভিন্ন শ্রেণীর ক্রেতাদের আকৃষ্ট করার জন্য Redmi Note সিরিজের অধীনে বিভিন্ন প্রাইজ রেঞ্জের ডিভাইস উন্মোচন করেছে। তা সত্ত্বেও, এটি তার আগের বিক্রির রেকর্ডগুলি ছুঁতে পারেনি। এর অন্যতম কারণ হল, গোটা বিশ্বের স্মার্টফোনের বাজার এখন পরিপূর্ণ। গ্রাহকরা তাদের পুরানো ফোনগুলি আগের তুলনায় দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করছেন। আর বর্তমান অর্থনৈতিক অবস্থাও শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলির সাথ দিচ্ছে না, ফলে তারা প্রতি মাসেই ক্রমাগত পতনের সম্মুখীন হচ্ছে।

Show Full Article
Next Story