Redmi Turbo 4 ডিসেম্বরেই লঞ্চ হচ্ছে, ডাইমেনসিটি 8400 প্রসেসর সহ থাকবে 1.5K ডিসপ্লে

রেডমি টার্বো 4 ফ্লাট OLED ডিসপ্লের সাথে আসবে, যা 1.5K রেজোলিউশন অফার করবে। আবার 3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে Redmi Turbo 4 ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে Dimensity 8400 প্রসেসর ব্যবহার করা হবে।

Ankita Mondal 9 Dec 2024 8:07 AM IST

গতমাসে রেডমি চীনে K80 সিরিজের দুটি ফোন লঞ্চ করেছিল। এরপর শোনা যায় সংস্থাটি নতুন টার্বো মডেলের উপর কাজ করছে‌। এই স্মার্টফোনের নাম হবে Redmi Turbo 4। টিপস্টার ও বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে এর কিছু স্পেসিফিকেশনও ইতিমধ্যেই সামনে এসেছে। এখন আবার রেডমি জেনারেল ম্যানেজার ওয়াং টেং থমাস চীনের মাইক্রো ব্লগিং সাইট উইবো-তে একটি ভিডিও পোস্ট করে ইঙ্গিত দিয়েছেন যে, নতুন টার্বো ডিভাইসটি চলতি মাসে লঞ্চ হতে চলেছে। তিনি এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, 'লিটল টর্নেডো' ফোন ডিসেম্বরে বাজারে আসছে।

Redmi Turbo 4 ডিসেম্বরে লঞ্চ হচ্ছে

জানিয়ে রাখি, রেডমি টার্বো 4 এর কোডনেম হল 'লিটল টর্নেডো'। ফলে বলার অপেক্ষা রাখে না যে, এই ডিভাইসের উপর থেকে এই মাসে পর্দা সরানো হবে। এটি বিশ্বের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 প্রসেসর চালিত স্মার্টফোন হবে। রিপোর্ট অনুযায়ী, এই প্রসেসর টিএসএমসি এর 4nm প্রসেসে নির্মিত হচ্ছে। এতে কর্টেক্স A725 বড় কোর আর্কিটেকচার থাকবে এবং এর সিপিইউ এর ক্লক স্পিড হবে 3Ghz এর বেশি। এই প্রসেসর স্ন্যাপড্রাগন 8 জেন 2 কে আনটুটু বেঞ্চমার্ক স্কোরের নিরিখে হারিয়ে দিয়েছে।

Redmi Turbo 4 এর ফিচার ও দাম (ফাঁস)

আপাতত সামনে এসেছে রেডমি টার্বো 4 ফ্লাট OLED ডিসপ্লের সাথে আসবে, যা 1.5K রেজোলিউশন অফার করবে। আবার 3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে ডাইমেনসিটি 8400 প্রসেসর ব্যবহার করা হবে। এই ফোনের দাম রাখা হবে 1500 ইউয়ান (প্রায় 17,400 টাকা) থেকে 2000 ইউয়ানের (প্রায় 23,300 টাকা) মধ্যে।

রিপোর্টে আরও বলা হয়েছে, রেডমি আগামী বছরে এর প্রো মডেল অর্থাৎ রেডমি টার্বো 4 প্রো লঞ্চ করতে পারে। এই ফোনে স্ন্যাপড্রাগন 8S এলিট চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্ব বাজারে, টার্বো 4 এবং টার্বো 4 প্রো যথাক্রমে পোকো X7 এবং পোকো F7 নামে পাওয়া যেতে পারে। অর্থাৎ উভয় পোকো স্মার্টফোন রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসবে।

Show Full Article
Next Story