রেডমি কে৮০ সিরিজের পরই বাজারে আসছে Redmi Turbo 4, বড় ব্যাটারি সহ থাকবে 1.5K ডিসপ্লে

শাওমি গত অক্টোবরে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন শাওমি ১৫ লঞ্চ করেছে। চলতি মাসের শেষেও সংস্থাটি রেডমি সিরিজের অধীনে রেডমি...
Ankita Mondal 14 Nov 2024 2:26 PM IST

শাওমি গত অক্টোবরে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন শাওমি ১৫ লঞ্চ করেছে। চলতি মাসের শেষেও সংস্থাটি রেডমি সিরিজের অধীনে রেডমি কে৮০ ও রেডমি কে৮০ প্রো বাজারে আনতে চলেছে। এছাড়াও চলতি বছরের শেষে ও আগামী বছরের শুরুতে শাওমি একাধিক হ্যান্ডসেট লঞ্চ করতে চলেছে। এরমধ্যে একটি অবশ্যই Redmi Turbo 4 হবে। গত কয়েক সপ্তাহ থেকে এই ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। আজ আবার জানা গেছে, এটি রেডমি কে৮০ এর পরে আত্মপ্রকাশ করবে।

টিপস্টার, স্মার্ট পিকাচু দাবি করেছেন যে, রেডমি কে৮০ সিরিজের পর লঞ্চ হবে রেডমি টার্বো ৪। স্মার্টফোনটি ডিসেম্বরে বাজারে আসবে। এতে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে দেওয়া হবে। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে রেডমি তাদের প্রথম টার্বো মডেল, টার্বো ৩ লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে দুটি ফোন এসেছিল। আশা করা হচ্ছে এবছরও দুটি ডিভাইস আসবে।

Redmi Turbo 4 সম্পর্কে আপাতত কি জানা গেছে

গত আগস্টে রেডমি টার্বো ৪ ফোনকে 2412DRT0AC মডেল নম্বর সহ চীনের বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এখানে C এর অর্থ চীনা ভ্যারিয়েন্ট। এটি গ্লোবাল মার্কেটে পোকো এফ৭ নামে লঞ্চ হবে। এর মডেল নম্বর 2412DPC0AG (G এর অর্থ গ্লোবাল) এবং এর ভারতীয় ভ্যারিয়েন্টের মডেল নম্বর 2412DPC0AI।

যাইহোক, জানা গেছে রেডমি টার্বো ৪ স্মার্টফোনে প্ল্যাস্টিক বডি থাকবে। এতে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে থাকবে। আবার পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর দেওয়া হবে‌। যেখানে এর আগের মডেলে স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩ প্রসেসর ছিল। আবার নয়া মডেলে বড় ব্যাটারি থাকবে। তবে ক্যাপাসিটি জানা যায়নি। রেডমি টার্বো ৩ ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ছিল। আশা করা হচ্ছে টার্বো ৪ ডিভাইসে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই একই স্পেসিফিকেশন পোকো এফ৭ হ্যান্ডসেটেও দেখা যাবে।

Show Full Article
Next Story