দশ হাজার টাকার কমে Redmi, Oppo, Samsung, Poco-র এই ফোনগুলি বিক্রি হচ্ছে Amazon সেলে
জনপ্রিয় শপিং সাইট Amazon যখনই সেলের আয়োজন করে তখনই তারা হোম অ্যাপ্লায়েন্স, পোশাক সহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনেও...জনপ্রিয় শপিং সাইট Amazon যখনই সেলের আয়োজন করে তখনই তারা হোম অ্যাপ্লায়েন্স, পোশাক সহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনেও নানান অফার দিয়ে থাকে। আর এই নতুন বছরের ১৩ই জানুয়ারি থেকে শুরু হয়েছে Amazon Republic Day Sale। যে সেলে প্রতি বারের মতোই থাকছে বিভিন্ন স্মার্টফোনে আকর্ষণীয় অফার। আবার, এসবিআই কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে অতিরিক্ত দেওয়া হচ্ছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এছাড়াও, Amazon Pay আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে দেওয়া হচ্ছে ৫ শতাংশ ওয়েলকাম পয়েন্ট। চলুন এই সেলে ১০ হাজার টাকার কমে বিক্রি হওয়া ফোনগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Redmi 13C
এই ডিভাইসটির এমআরপি বর্তমানে ১১,৯৯৯ টাকা। তবে, অ্যামাজন গ্রেট রিপাবলিক সেলে এটি ৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
Oppo A18
Oppo-র এই ডিভাইসটির প্রকৃত মূল্য ১৪,৯৯৯ টাকা। তবে অফারের সময় ৮,৯৯৯ টাকায় এই স্মার্টফোনটি কেনা যাবে।
Tecno Spark Go 2024
টেকনো স্পার্ক গো ২০২৪ স্মার্টফোনটির এমআরপি ৭,৪৯৯ টাকা হলেও, এটি এখন Amazon-এ ৬,০২৯ টাকায় বিক্রি করা হচ্ছে।
Itel A60s
এখন আইটেল-এর এই ডিভাইসটি ৫,৯৯৯ টাকায় Amazon-এ তালিকাভুক্ত রয়েছে। যদিও এর প্রকৃত মূল্য ৮,৪৯৯ টাকা।
Poco C55
এখন অ্যামাজন পোকো সি৫৫ ডিভাইসটি ৬,৪৯৯ টাকায় কেনার সুযোগ দিচ্ছে, যদিও লঞ্চের সময় এই হ্যান্ডসেটের দাম ছিল ১১,৯৯৯ টাকা।
Samsung Galaxy F04
Samsung-এর এই ডিভাইসটির ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ৯,৯৯৯ টাকা হলেও, সেলের সময় এটি পেয়ে যাবেন ৬,৯৩৯ টাকায়।
Redmi 12C
রেডমির এই মডেলটি এখন ১৩,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৬,৯৯৯ টাকায় কেনার সুযোগ পাওয়া যাচ্ছে।
Realme Narzo N55
Realme-এর এই ডিভাইসটির এমআরপি ১৪,৯৯৯ টাকা। যেটি সেলের সময় Amazon-এ ৮,৯৯৯ টাকায় উপলব্ধ।