বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্টের ঘোষণা করল Samsung, কোন কোন মডেলের সাথে সুবিধা পাওয়া যাবে

Samsung Galaxy S22 Ultra-সহ বেশ কয়েকটি নির্বাচিত মডেলে এককালীন স্ক্রিন বদল করার সুবিধা দিচ্ছে স্যামসাং। এই অফারটি ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

Suvrodeep Chakraborty 17 Nov 2024 10:03 PM IST

Samsung Galaxy S22 Ultra-সহ বেশ কয়েকটি নির্বাচিত মডেলে এককালীন স্ক্রিন বদল করার সুবিধা দিচ্ছে স্যামসাং। এই অফারটি ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত পাওয়া যাবে বলে জানা গিয়েছে। সম্প্রতি বেশ কিছু স্যামসাংয়ের ফোনের স্ক্রিনে সবুজ লাইন দেখা দিয়েছে। তা মেরামত করার জন্য এই অফার এনেছে সংস্থা। তবে বেশ কিছু শর্ত রাখা হয়েছে। যা মেনে চললে তবেই এই অফার পাওয়া যাবে। ভারতে স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে এই স্ক্রিন প্রতিস্থাপন করার অফার পাওয়া যাবে বলে সূত্রের দাবি।

স্যামসাংয়ের কোন কোন ফোনে পাওয়া যাবে এই অফার?

টিপস্টার তরুণ ভাটস জানান স্যামসাং সাপোর্ট এই তথ্যটি সম্পর্কে নিশ্চিত করেছে। সংস্থার পক্ষ থেকে যোগ্য ফোনগুলির তালিকা দেওয়া হয়েছে। এগুলি হল - স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা, গ্যালাক্সি S21 সিরিজ এবং গ্যালাক্সি S21 FE 5G। এই ফোনগুলি ৩১ ডিসেম্বরের মধ্যে এককালীন স্ক্রিন প্রতিস্থাপন করা যাবে। তবে ডিভাইসগুলিতে কোনও ক্ষতি হলে বা জল ঢুকলে প্রতিস্থাপন করা হবে না।

সংস্থার তরফে OCTA (অন-সেল টাচ AMOLED)-সহ বিনামূল্যে ব্যাটারি এবং কিট প্রতিস্থাপন করা যাবে বলে জানানো হয়েছে। স্যামসাং জানিয়েছে, কেনার তারিখ থেকে তিন বছরের মধ্যে ডিভাইসগুলি বিনামূল্যে যন্ত্রাংশ প্রতিস্থাপনের জন্য যোগ্য হিসাবে ধার্য করা হবে। পাশাপাশি আসল ইনভয়েস জমা করে শুধুমাত্র ফোনের প্রথম মালিকই অফারটি পাবেন।

যন্ত্রাংশ প্রতিস্থাপনের জন্য কোনও খরচ না থাকলেও, মেরামতের জন্য লেবার চার্জ গ্রাহককেই দিতে হবে। এই অফারের সুবিধা নিতে আগ্রহী গ্রাহকেরা তাদের কাছাকাছি অনুমোদিত পরিষেবা কেন্দ্রে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন।

এর আগে এপ্রিলে, স্যামসাংয়ের ফোনে স্ক্রিনের সমস্যায দেখা গিয়েছিল। সেবারও কারণ ছিল স্ক্রিনে আসা সবুজ লাইন। তখন যোগ্য ডিভাইসের তালিকায় ছিল স্যামসাং গ্যালাক্সি S20 সিরিজ, গ্যালাক্সি নোট 20 সিরিজ, গ্যালাক্সি S21 সিরিজ এবং গ্যালাক্সি S22।

Show Full Article
Next Story