স্যামসাংয়ের বড় ঘোষণা, গ্যালাক্সি এস২৫ সিরিজে থাকবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর

আইফোন ১৬ সিরিজকে টেক্কা দিতে স্যামসাং তাদের গ্যালাক্সি এস২৫ সিরিজ লঞ্চ করতে চলেছে। আগামী বছরের শুরুতে এই সিরিজের ফোনগুলি...
Ankita Mondal 23 Oct 2024 12:24 PM IST

আইফোন ১৬ সিরিজকে টেক্কা দিতে স্যামসাং তাদের গ্যালাক্সি এস২৫ সিরিজ লঞ্চ করতে চলেছে। আগামী বছরের শুরুতে এই সিরিজের ফোনগুলি বাজারে আসবে। আর স্যমাসাংয়ের এই ফ্ল্যাগশিপ সিরিজের ফোনে কোয়ালকমের এবছরের সবচেয়ে শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ এলিট ব্যবহার করা হবে বলে নিশ্চিত করেছেন স্যামসাং মোবাইলের প্রেসিডেন্ট টিএম রোহ। যদিও তিনি সিরিজের কোন মডেলে এই প্রসেসর থাকবে তা নিশ্চিত করেননি। আমাদের অনুমান অন্ততপক্ষে সিরিজের স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে।

উল্লেখ্য, কোয়ালকম স্ন্যাপড্রাগন সামিটে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর লঞ্চের সময় রোহ উপস্থিত ছিলেন। তিনি এই প্রসেসরের মাধ্যমে কিভাবে গ্যালাক্সি ডিভাইসগুলি আরও উন্নত হবে সে সম্পর্কে ব্যাখ্যা করেন। তিনি বলেন, কোয়ালকম এই মুহূর্তে ইন্টেলিজেন্ট কম্পিউটিং ও মোবাইল এআইয়ের উপর গুরুত্ব আরোপ করেছে, যা গ্যালাক্সি এআই ফিচারকে আরও উন্নত করবে। তিনি এও নিশ্চিত করেন যে, সংস্থার আসন্ন ফ্ল্যাগশিপ ফোনে স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে। তবে ঠিক কোন মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকবে তা তিনি নিশ্চিত করেননি। যদিও রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মডেলে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর ব্যবহার করা হবে।

স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের সাথে দুর্দান্ত পারফরম্যান্স দেবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা

উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ছিল। আর এই প্রসেসরের আপগ্রেড ভার্সন হিসাবে এসেছে স্ন্যাপড্রাগন ৮ এলিট। নয়া এই প্রসেসর পূর্বসূরির তুলনায় ৪০ শতাংশ উন্নত জিপিইউ পারফরম্যান্স ও ৪৫ শতাংশ দ্রুত সিপিইউ পারফরম্যান্স অফার করবে। এই কারণে এই প্রসেসর চালিত ডিভাইসগুলি দীর্ঘ ব্যাটারি লাইফ, দুর্দান্ত গেমিং ও মাল্টি টাস্কিং অভিজ্ঞতা প্রদান করবে। ফলে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা আগের মডেলের থেকে আরও ভালো পারফরম্যান্স দেবে।

এদিকে জানা গেছে যে, স্যামসাং এবছরও তাদের গ্যালাক্সি এস২৫ সিরিজে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করবে। এটি ১/০.৯৮ ইঞ্চি সেন্সর হবে এবং এফ/১.৭ অ্যাপারচার অফার করবে। এর সাথে আল্ট্রা ওয়াইড লেন্স ও টেলিফটো ক্যামেরা দেওয়া হবে। কোয়ালকমের লেটেস্ট প্রসেসর ফটোগ্রাফির ক্ষেত্রেও অবদান রাখবে। অর্থাৎ এই সেন্সরগুলির মাধ্যমে দুর্দান্ত ছবি ক্যাপচার করতে পারবেন ব্যবহারকারীরা।

Show Full Article
Next Story