স্মার্টফোন প্রসেসরের পারফরম্যান্স উন্নত করতে ব্যবস্থা নিচ্ছে Samsung? কী বলছে সংস্থা

স্যামসাং (Samsung) তাদের বিস্তৃত রেঞ্জের স্মার্টফোনগুলিতে মূলত কোয়ালকম (Qualcomm) এবং মিডিয়াটেক (MediaTek) নির্মিত...
Ananya Sarkar 9 March 2023 1:02 PM IST

স্যামসাং (Samsung) তাদের বিস্তৃত রেঞ্জের স্মার্টফোনগুলিতে মূলত কোয়ালকম (Qualcomm) এবং মিডিয়াটেক (MediaTek) নির্মিত প্রসেসরগুলির পাশাপাশি নিজস্ব এক্সিনস (Exynos) চিপসেট ব্যবহার করে থাকে। তবে, সংস্থাটি বর্তমানে একটি নতুন কাস্টম কোর সমন্বিত প্রসেসর তৈরিতে মনোযোগী হয়েছে বলে শোনা যাচ্ছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তাদের ইন-হাউস প্রসেসরগুলির কাস্টম সিপিইউ বিকাশের জন্য একটি নতুন টিম তৈরি করেছে। তবে স্যামসাং সে সব জল্পনা উড়িয়ে জানিয়েছে যে, খবরগুলি অসত্য, তাদের সিপিইউ ডেভেলপমেন্ট এবং অপ্টিমাইজেশনের জন্য একাধিক অভ্যন্তরীণ টিম ইতিমধ্যেই রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরেই কাজ করছে।

Samsung নতুন সিপিইউ ডেভেলপমেন্ট টিম গঠন না করেই তাদের ইন-হাউস প্রসেসরগুলিকে অপ্টিমাইজ করছে

রিপোর্টে প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছিল যে স্যামসাং তাদের ইন-হাউস প্রসেসরগুলির জন্য কাস্টম সিপিইউ কোরগুলির বিকাশের প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার জন্য এএমডি (AMD) থেকে একজন সিনিয়র ডেভলপারকে নিয়োগ করেছে। ফ্ল্যাগশিপ গ্যালাক্সি ফোনগুলির খারাপ পারফরম্যান্সের কারণে এক্সিনস চিপগুলিকে বাদ দেওয়ার পরে, স্যামসাং তাদের ডিভাইসগুলির জন্য বিশেষায়িত প্রসেসর তৈরিতে মন দিয়েছে। এই কাস্টম কোর সমন্বিত প্রথম স্যামসাং চিপসেটটি ২০২৭ সালে আসবে বলে আশা করা হচ্ছে।

যদিও, এখন স্যামসাং নিশ্চিত করেছে যে, তারা সিপিইউ ডেভেলপমেন্টের জন্য একটি নতুন দল গঠন করছে না, বরং কোম্পানি ইন-হাউস প্রসেসরগুলিকে অপ্টিমাইজ করার জন্য প্রাসঙ্গিক ক্ষেত্র থেকে ক্রমাগত বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিভাদের নিয়োগ করছে। কাস্টম সিপিইউ কোর বিকাশ করার পিছনে মূল ধারণাটি হল ডেভেলপমেন্ট স্টেজ থেকে ডিভাইসগুলির জন্য চিপসেটকে অপ্টিমাইজ করা, যা অ্যাপলের আইফোনের মতো গভীর হার্ডওয়্যার-সফ্টওয়্যার একীকরণের অনুমতি দেয়।

প্রসঙ্গত, স্যামসাং এর আগে ২০১৬ এবং ২০২০-এর মধ্যে তাদের এক্সিনস প্রসেসরের জন্য কাস্টম সিপিউ কোর তৈরি করেছে। তবে, সেই চিপসেটগুলি কোয়ালকমের স্টক এআরএম (ARM) কোর ব্যবহার করা প্রতিযোগী চিপগুলির থেকে পারফরম্যান্সের ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল। ফলস্বরূপ, স্যামসাং অবশেষে তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করার সিদ্ধান্ত নেয়।

Show Full Article
Next Story