খারাপই হবে না ফোল্ডেবল ফোন, অসম্ভবকে সম্ভব করতে কাজ শুরু করল Samsung

স্যামসাং (Samsung) চলতি সপ্তাহেই তাদের ফোল্ডেবল Z-সিরিজের অধীনে দুটি নতুন স্মার্টফোন – Galaxy Z Fold 5 এবং Galaxy Flip 5 লঞ্চ করেছে। শোনা যাচ্ছিল যে,…

স্যামসাং (Samsung) চলতি সপ্তাহেই তাদের ফোল্ডেবল Z-সিরিজের অধীনে দুটি নতুন স্মার্টফোন – Galaxy Z Fold 5 এবং Galaxy Flip 5 লঞ্চ করেছে। শোনা যাচ্ছিল যে, এই লেটেস্ট স্যামসাংয়ের হ্যান্ডসেটগুলি কোম্পানির প্রথম ফোল্ডেবল লাইনআপ হবে, যা জলের পাশাপাশি ধুলো প্রতিরোধের রেটিং সহ আসবে। তবে, দক্ষিণ কোরিয়ার সংস্থাটি গ্যালাক্সি Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5-এ শুধুমাত্র একটি আইপিএক্স৮ (IPX8) জল প্রতিরোধী রেটিং যোগ করেছে, কিন্তু এগুলিও তাদের পূর্বসূরীদের মতোই ধুলো প্রতিরোধী নয়। সাম্প্রতিক এক সাংবাদিক সম্মেলনে, স্যামসাংয়ের মোবাইল প্রধান টি এম রোহ জানিয়েছেন যে, কোম্পানি তাদের ফোল্ডেবল ফোনগুলিকে ধুলো প্রতিরোধী করতে নিরন্তর কাজ করছে। একটি কোরিয়ান পাবলিকেশনের রিপোর্ট অনুসারে, স্যামসাংয়ের ওই কর্মকর্তা উল্লেখ করেছেন যে ফোল্ডেবল স্মার্টফোনগুলিতে এই বৈশিষ্ট্যটি পাওয়ার জন্য ক্রেতাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

ফোল্ডেবল ফোনকে ডাস্ট-প্রুফিং করা কেন কঠিন?

বিজওয়াচ-এর রিপোর্ট অনুযায়ী, স্যামসাং ইলেকট্রনিক্সের মোবাইল বিজনেসের প্রধান এবং প্রেসিডেন্ট টি এম রোহ জানিয়েছেন যে, স্যামসাং ডাস্ট প্রুফিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীদের চাহিদা সম্পর্কে ভালভাবে সচেতন, আর তাই এটি অর্জনের জন্য কোম্পানি বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু ফোল্ডেবল হওয়ার কারণে ডিভাইসে অনেকগুলি চলমান অংশ রয়েছে, তাই এগুলিতে ধুলো প্রতিরোধ করা কঠিন। এমনকি তিনি উল্লেখ করেছেন যে, প্রথমদিকে ফোল্ডেবল স্মার্টফোনগুলি জল প্রতিরোধীও ছিল না।

উল্লেখযোগ্যভাবে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ লাইনআপ (যা ফোল্ডেবল ফোনের সাথে লঞ্চ হয়েছে) হল কোম্পানির প্রথম S-সিরিজ ট্যাবলেট, যা একটি আইপি৬৮ (IP68) রেটিং সাথে এসেছে। এছাড়া স্যামসাংয়ের স্ল্যাব-স্টাইলের ফ্ল্যাগশিপ, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের হ্যান্ডসেটগুলিও আইপি৬৮ রেটিং অফার করে।

অন্যদিকে, লেটেস্ট Motorola Razr ফোনগুলি হল একমাত্র ভাঁজযোগ্য স্মার্টফোন যা আইপি৫২ (IP52) রেটিং সহ ডাস্ট প্রুফিং অফার করে৷ তবে এই আইপি রেটিংয়ের অর্থ হল ব্যবহারকারীরা শুধুমাত্র স্প্ল্যাশ রেজিস্ট্যান্স পাবেন। কিন্তু আগামী দিনে ফোল্ডেবল স্মার্টফোনগুলি আইপি৬৭ বা আইপি৬৮ রেটিং সহ আসবে বলে আশা করা হচ্ছে, যা এই ডিভাইসগুলিকে মূলধারার স্মার্টফোনে পরিণত করার দিকে একটি বড় পদক্ষেপ হবে।

উল্লেখ্য, Samsung-এর লেটেস্ট Galaxy Z Flip 5 বড় ৩.৪ ইঞ্চির কভার স্ক্রিন সহ এসেছে এবং ভারতে এর দাম ৯৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এদিকে, Galaxy Z Fold 5-এ আনফোল্ড করা অবস্থায় ৭.৬ ইঞ্চির স্ক্রিন রয়েছে, এর দাম ১,৫৪,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। দুটি স্মার্টফোনেরই প্রি-অর্ডার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন