হ্যাকাররা ফোনের নাগাল পাবে না, এই দুই Samsung স্মার্টফোনের জন্য এল নতুন অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট

Samsung সম্প্রতি তাদের Galaxy S23 সিরিজের জন্য One UI 6.0 বিটা ভার্সন রিলিজ করতে ব্যস্ত। তবে এর পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সংস্থাটি কয়েকটি ফোনের জন্য মাসিক…

Samsung সম্প্রতি তাদের Galaxy S23 সিরিজের জন্য One UI 6.0 বিটা ভার্সন রিলিজ করতে ব্যস্ত। তবে এর পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সংস্থাটি কয়েকটি ফোনের জন্য মাসিক সিকিউরিটি প্যাচও রোলআউট করেছে।এখন আবার Samsung তাদের মিড রেঞ্জ ফোন Galaxy A04s ও Galaxy A52S এর জন্য আগস্ট মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ নিয়ে এসেছে। ফলে ডিভাইস দুটির সিস্টেম আরও শক্তিশালী হবে।

Samsung Galaxy A04s, Galaxy A52s পেল আগস্ট ২০২৩ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ

স্যামসাং একাধিক দেশের গ্যালাক্সি এ০৪এস ও গ্যালাক্সি এ৫২এস ব্যবহারকারীদের জন্য নয়া এই আপডেট নিয়ে এসেছে। যারমধ্যে রয়েছে চেক প্রজাতন্ত্র, কলম্বিয়া, মেক্সিকো, পেরু, উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে, গুয়াতেমালা, ত্রিনিদাদ ও টোবাগো, পানামা, অস্ট্রিয়া, নর্ডিক দেশ, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, দক্ষিণ-পূর্ব ইউরোপ এবং হাঙ্গেরি।

Samsung Galaxy A04s ফোনের জন্য আসা এই আপডেটের ফার্মওয়্যার ভার্সন A047MUBS4CWG1। আর Samsung Galaxy A52s ডিভাইসের জন্য আসা আপডেটের ফার্মওয়্যার ভার্সন A528BXXS4EWGB।

মনে রাখবেন, এই আপডেটের সাথে কোনো নতুন ফিচার পাওয়া যাবে না। তবে ফোন দুটির সিস্টেম আরও শক্তিশালী হবে। ব্যবহারকারীরা ডিভাইসের Settings> Software update> Download ও Install অপশনে গিয়ে আপডেট এসেছে কিনা চেক করতে পারেন। উল্লেখ্য, Samsung Galaxy A04s, Galaxy A52s অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.০ আপডেট পাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন