Samsung Galaxy A04s ফোনের দাম সহ সমস্ত ফিচার লঞ্চের আগেই ফাঁস, আসছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ

Samsung Galaxy A04s নিয়ে চর্চা অব্যাহত। ইতিমধ্যেই ফোনটিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখন আবার এর দাম সহ সমস্ত স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে Samsung…

Samsung Galaxy A04s নিয়ে চর্চা অব্যাহত। ইতিমধ্যেই ফোনটিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখন আবার এর দাম সহ সমস্ত স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে Samsung Galaxy A04s ফোনে থাকবে এক্সিনস ৮৫০ প্রসেসর, ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অর্থাৎ দেখতে গেলে, আসন্ন এই ফোনের সঙ্গে গত সপ্তাহে গ্লোবাল মার্কেটে উন্মোচিত হওয়া Galaxy A04-এর বেশ কিছু ফিচারের মিল থাকবে।

স্যামসাং গ্যালাক্সি এ০৪এস এর সম্ভাব্য দাম (Samsung Galaxy A04s expected price)

Pricebaba তাদের রিপোর্টে জানিয়েছে যে, স্যামসাং গ্যালাক্সি এ০৪এস এর ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ১৭৯ ইউরো, যা প্রায় ১৪,২৬২ টাকার সমান। তবে ফোনটি বিভিন্ন মার্কেটে অন্যান্য স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। একে ব্লঙ্ক ও নোয়া কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি এ০৪এস এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Samsung Galaxy A04s expected Specifications)

রিপোর্টে বলা হয়েছে যে, স্যামসাং গ্যালাক্সি এ০৪এস ডিভাইসটি মূলত অ্যান্ড্রয়েড ১২ বেসড ওয়ান ইউআই ৪.১ কাস্টম স্কিনে চলবে এবং এর মধ্যে এতে ব্যবহার করা হবে অক্টা কোর এক্সিনস ৮৫০ প্রসেসর। আবার ফোনটির সামনে দেখা যাবে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ স্ক্রিন, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য এই ফোনে ত্রিস্তরীয় গরিলা গ্লাস থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A04s ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এছাড়া সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।

আগেই বলেছি Samsung Galaxy A04s ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইনবিল্ট সহ আসবে, যা ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং-সহ আসতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া সিকিউরিটির জন্য থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

শুরুতে যেমনটা বলেছি যে, এই ফোনের ফিচারের সাথে Galaxy A04 এর ফিচারের মিল থাকবে বলে মনে হচ্ছে। তবে এদের ক্যামেরা সেটআপ ও স্টোরেজ অপশনে পরিবর্তন থাকবে। Galaxy A04 ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। আবার এটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম সহ পাওয়া যায়।