Samsung খুব সস্তায় একজোড়া নতুন ফোন মার্কেটে আনছে, চলবে Android 13 ভার্সনে

স্যামসাং (Samsung) গত বছর আগস্ট মাসে Galaxy A04 সিরিজের অধীনে তাদের ভ্যালু-ফর-মানি এন্ট্রি লেভেল স্মার্টফোনগুলি লঞ্চ...
Ananya Sarkar 11 Sept 2023 6:07 PM IST

স্যামসাং (Samsung) গত বছর আগস্ট মাসে Galaxy A04 সিরিজের অধীনে তাদের ভ্যালু-ফর-মানি এন্ট্রি লেভেল স্মার্টফোনগুলি লঞ্চ করেছিল। বর্তমানে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি আসন্ন Galaxy A05 এবং A05s হ্যান্ডসেটগুলির সাথে তাদের সাশ্রয়ী মূল্যের Galaxy A সিরিজটি আপডেট করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই ডিভাইসগুলি ইতিমধ্যেই সফলভাবে একাধিক দেশের অনুমোদন লাভ করেছে। আর এখন সেভাবেই এই ডিভাইসগুলি মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM) প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। যা ইঙ্গিত করে যে, Galaxy A05 লাইনআপটি খুব শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে।

Samsung Galaxy A05 সিরিজ পেল SIRIM-এর অনুমোদন

গ্যালাক্সি এ০৫ এবং এ০৫এস যথাক্রমে SM-A055F/DS এবং SM-A057F/DS মডেল নম্বর সহ স্ট্যান্ডার্ডস এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মালয়েশিয়া (SIRIM)-এর ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। কোনও স্পেসিফিকেশন প্রকাশ না হলেও, এটি নিশ্চিত করে যে উল্লেখিত স্যামসাং ডিভাইসগুলি মালয়েশিয়ায় লঞ্চ হবে।

Samsung Galaxy A05 এবং A05s-এর স্পেসিফিকেশন

বিভিন্ন রিপোর্টে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে যে, স্যামসাং গ্যালাক্সি এ০৫-এ মিডিয়াটেকের হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহৃত হবে, যা ৪জি চিপসেট। ফোনটি ৪ জিবি র‍্যাম সহ মিলবে বলেও জানা গেছে। সামনে ৭২০ x ১,৬০০ পিক্সেলের এইচডি+ ডিসপ্লে দেখা যাবে। গ্যালাক্সি এ০৫ লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে, যার ওপর স্যামসাংয়ের ওয়ান ইউআই (OneUI) কাস্টম সফ্টওয়্যার স্কিনের স্তর থাকবে।

অন্যদিকে, মার্কিন এফসিসি (FCC) সাইট থেকে জানা গেছে যে, Galaxy A05s-এ একটি ৪জি চিপসেট থাকবে। এটি ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ ওয়াইফাই, ব্লুটুথ ৫.৩, ৪,০০০ এমএএইচ এসএলসি-৫১ ব্যাটারি এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। আগামী দিনে এই দুটি ডিভাইস সম্পর্কে আরও বিশদ বিবরণ প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story