Samsung Galaxy A05 এবং Galaxy A05s লঞ্চ হতে আর বেশি দেরি নেই, দাম হবে খুবই সস্তা
স্যামসাং (Samsung) বর্তমানে Galaxy A05 এবং Galaxy A05s সহ বেশ কিছু নতুন মিড-রেঞ্জ এবং এন্ট্রি-লেভেল স্মার্টফোনের ওপর কাজ...স্যামসাং (Samsung) বর্তমানে Galaxy A05 এবং Galaxy A05s সহ বেশ কিছু নতুন মিড-রেঞ্জ এবং এন্ট্রি-লেভেল স্মার্টফোনের ওপর কাজ করছে। এর মধ্যে ফোন দু'টি গিকবেঞ্চ (Geekbench) এবং ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সাইটে উপস্থিত হয়েছে। আর এখন Galaxy A05 এবং Galaxy A05s থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, যা খুব শীঘ্রই উভয় ফোনের লঞ্চের দিকে ইঙ্গিত দিচ্ছে।
Samsung Galaxy A05 এবং Galaxy A05s পেল NBTC-এর ছাড়পত্র
স্যামসাং গ্যালাক্সি এ০৫ এবং গ্যালাক্সি এ০৫এস স্মার্টফোন দুটি যথাক্রমে SM-A055F এবং SM-A057F মডেল নম্বর সহ থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। যদিও ডিভাইসটির স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে এই লিস্টিংটি সেভাবে কোনও তথ্য প্রকাশ করেনি। কিন্তু, উভয় ডিভাইসই যে শীঘ্রই থাইল্যান্ডের বাজারে লঞ্চ হতে চলেছে, তা স্পষ্ট।
Galaxy A05 এবং Galaxy A05s স্পেসিফিকেশন এবং ফিচার (সম্ভাব্য)
সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনটিকে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের সাইটে দেখা গেছে, যা শুধুমাত্র এতে ব্লুটুথ ৫.৩-এর উপস্থিতি নিশ্চিত করেছে। তবে, গিকবেঞ্চ বেঞ্চমার্ক লিস্টিং ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য প্রকাশ করেছে।
বেঞ্চমার্ক অনুসারে, SM-A055M মডেল নম্বর যুক্ত Galaxy A05 ফোনটিতে দুটি কর্টেক্স এ৭৫ কোর (২.০ গিগাহার্টজ) এবং ছয়টি এ৫৫ কোর (১.৮ গিগাহার্টজ) সমন্বিত MediaTek-এর Helio G85 চিপসেট থাকবে। এটি পূর্বসূরি Galaxy A04-এ ব্যবহৃত Helio P35-এর থেকে অনেকটা শক্তিশালী। এছাড়াও জানা গেছে যে, প্রসেসরটির সাথে গ্রাফিক্সের জন্য Mali-G52 MC2 জিপিইউ যুক্ত থাকবে, যা তার পূর্বসূরিতে থাকা PowerVR GE8320 জিপিইউ থেকে অনেক বেশি শক্তিশালী।
এছাড়াও, গিকবেঞ্চে স্পট করা Galaxy A05 মডেলটি ৪ জিবি র্যাম অফার করবে এবং এটি আগের প্রজন্মের মতো অ্যান্ড্রয়েডের গো এডিশনের পরিবর্তে পূর্ণাঙ্গ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। যদিও, এর বেশি তথ্য বেঞ্চমার্ক সাইটে পাওয়া হয়নি। শোনা যাচ্ছে চলতি মাসের শেষের দিকে Galaxy A05s-এর সাথে ফোনটি বাজারে লঞ্চ হবে। তাই খুব শীঘ্রই ফিচার সম্পর্কিত আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়।