ফ্যানদের খুশি করতে Samsung-এর চমক, 50MP ক্যামেরার এই 2টি Galaxy ফোনে দিচ্ছে বিশাল ছাড়
ভারতে বাজেট রেঞ্জের স্মার্টফোন চাহিদা সবসময়ই বেশি থাকে। সেক্ষেত্রে আপনি যদি এখন এই রেঞ্জের অর্থাৎ কম দামী একটি ফোনটি...ভারতে বাজেট রেঞ্জের স্মার্টফোন চাহিদা সবসময়ই বেশি থাকে। সেক্ষেত্রে আপনি যদি এখন এই রেঞ্জের অর্থাৎ কম দামী একটি ফোনটি কিনতে চান, আর এর জন্য আপনার প্রথম পছন্দ হয় Samsung ব্র্যান্ডটি – তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এই মুহূর্তে বিশ্বপ্রসিদ্ধ টেক ব্র্যান্ডটি খোদ তার 'Samsung Galaxy A' সিরিজের ফোনে সেরা অফার দিচ্ছে। আপনি Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে Galaxy A05 এবং Galaxy A14 5G দারুণ ছাড়ে কিনতে পারবেন। আসুন, এই বিষয়ে বিশদ জেনে নিই…
এখন এই দুটি ফোনে অফার দিচ্ছে Samsung নিজেই
১. Samsung Galaxy A05: ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ বিশিষ্ট ১২,৪৯৯ টাকা দামের এই ফোনটি এখন কোম্পানি মাত্র ৭,৯৯৯ টাকায় বিক্রি করছে। এক্ষেত্রে অর্ডারের পেমেন্টের জন্য স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ১০% ছাড় মিলবে, পাবেন মোটা টাকার এক্সচেঞ্জ অফারও। এছাড়া স্যামসাং শপ অ্যাপের (Samsung Shop App) মাধ্যমে ২,০০০ টাকার ওয়েলকাম অফার কাজে লাগানো যাবে। এর ইএমআই শুরু হচ্ছে মাসিক ২,৬৬৬ টাকা থেকে।
ফিচার বলতে স্যামসাং গ্যালাক্সি এ০৫ মোবাইল ফোনে ৬.৭ ইঞ্চি পিএলএস (রেজোলিউশন ৭২০×১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।
২. Samsung Galaxy A14 5G: এর ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) এমনিতে ২০,৯৯৯ টাকা হলেও, এখন এটি ১৫,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে কোম্পানির ওয়েবসাইট থেকে ফোনটি কেনার সময় পেমেন্টের জন্য নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ১,০০০ টাকার ছাড় মিলবে, পুরোনো মোবাইল বদল করলে সেক্ষেত্রেও মোটা টাকার এক্সচেঞ্জ অফার পাবেন। এছাড়া স্যামসাং শপ অ্যাপে ৩৫০ টাকার ভাউচার কাজে লাগানো যাবে, এমনকি এরই সাথে ব্র্যান্ডের ২৫ ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার কিনতে পারবেন মাত্র ৩৯৯ টাকায়।
স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি মডেলে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে, কোম্পানির নিজস্ব এক্সিনস ১৩৩০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।