কম দামে বাজারে কাঁপাতে আসছে Samsung Galaxy A05 ও Galaxy A05s, পেল TDRA থেকে ছাড়পত্র
আসন্ন উৎসবের মরসুমকে লক্ষ্য করে স্যামসাং (Samsung) তাদের বেশ কয়েকটি নতুন ডিভাইস বাজারে আনার পরিকল্পনা করছে। এই...আসন্ন উৎসবের মরসুমকে লক্ষ্য করে স্যামসাং (Samsung) তাদের বেশ কয়েকটি নতুন ডিভাইস বাজারে আনার পরিকল্পনা করছে। এই মুহূর্তে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির প্রচুর ডিভাইস লঞ্চের অপেক্ষায় রয়েছে এবং আগামী মাস (সেপ্টেম্বর) থেকে একে একে এগুলির লঞ্চ শুরু হবে বলে আশা করা হচ্ছে। আপকামিং ডিভাইসের তালিকায়, সাশ্রয়ী মূল্যের Samsung Galaxy A05 এবং Galaxy A05s স্মার্টফোনগুলি অন্তর্ভুক্ত রয়েছে। বিগত কয়েক মাস ধরে এগুলিকে নিয়ে প্রযুক্তি মহলে চর্চা চলছে।
ইতিমধ্যেই উভয় মডেলকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) এবং এদেশের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর মতো সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। এমনকি, Samsung Galaxy A05 ফোনটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটেও উপস্থিত হয়েছিল।
এছাড়াও, স্যামসাং গ্যালাক্সি এ০৫ এবং গ্যালাক্সি এ০৫এস - উভয়ই সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ (TDRA) কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন লাভ করে, যা ফোন দুটির আসন্ন লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। প্রসঙ্গত, এর পূর্বসূরি অর্থাৎ গ্যালাক্সি এ০৪ সিরিজ গত বছরের সেপ্টেম্বর এবং অক্টোবরে লঞ্চ করা হয়েছিল। আর যেহেতু সেপ্টেম্বর মাস শুরু হতে চলেছে, তাই আশা করা যায় নতুন গ্যালাক্সি এ০৫ লাইনআপটি শীঘ্রই বাজারে পা রাখবে। সাশ্রয়ী মূল্যের ফোনগুলি বিভিন্ন সার্টিফিকেশন তালিকায় উপস্থিত হওয়ার ফলে, এগুলির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছে। আবার কিছু সূত্র মারফৎও হ্যান্ডসেট দুটির একাধিক স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। আসুন লঞ্চের আগে স্যামসাং গ্যালাক্সি এ০৫ এবং গ্যালাক্সি এ০৫এস-এর ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।
Samsung Galaxy A05 এবং Galaxy A05s-এর স্পেসিফিকেশন
এফসিসি (FCC) লিস্টিং অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনে সর্বোচ্চ ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির একটি ব্যাটারি অন্তর্ভুক্ত থাকবে। এর রিয়ার ক্যামেরা মডিউলে ডুয়েল-ক্যামেরা সেন্সর অবস্থান করবে বলে মনে করা হচ্ছে, যা গ্যালাক্সি এ০৪এস-এর ট্রিপল-ক্যামেরা মডিউলের তুলনায় একটি ডাউনগ্রেড।
এর পাশাপাশি, কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে, Samsung Galaxy A05s-এ MediaTek-এর Helio G85 প্রসেসরটি ব্যবহৃত হবে এবং এর সাথে ৪ জিবি র্যাম যুক্ত থাকবে। ডিভাইসটি লঞ্চের সময় অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে বলে আশা করা যায় এবং পরবর্তীকালে এটি কিছু বড় সফ্টওয়্যার আপডেট গ্রহণ করবে।
অন্যদিকে, স্ট্যান্ডার্ড Samsung Galaxy A05 হবে A05s-এর উচ্চতর ভ্যারিয়েন্ট, তাই এর স্পেসিফিকেশনগুলিও অপর মডেলটির তুলনায় কিছু ক্ষেত্রে উন্নততর হবে। জানা গেছে, এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহৃত হবে। তবে, এই মডেলটিও ৪ জিবি র্যাম সহ Helio G85 চিপসেট দ্বারা চালিত হবে বলে শোনা যাচ্ছে। যেহেতু অনুমান করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই এন্ট্রি লেভেলের সিরিজটি লঞ্চ হবে, তাই খুব শীঘ্রই হ্যান্ডসেটগুলি সম্পর্কে আরও তথ্য প্রকাশিত হতে পারে।