সস্তায় 50MP ক্যামেরা, 12 জিবি র‍্যাম, পুজোর বাজার কাঁপাতে Samsung Galaxy A05s লঞ্চ হবে এই তারিখে

স্যামসাং (Samsung) ভারতে A-সিরিজের একটি নয়া সস্তা ফোন লঞ্চ করতে চলেছে, যার নাম Galaxy A05s৷ দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে তারা আগামী সপ্তাহে এদেশে…

স্যামসাং (Samsung) ভারতে A-সিরিজের একটি নয়া সস্তা ফোন লঞ্চ করতে চলেছে, যার নাম Galaxy A05s৷ দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে তারা আগামী সপ্তাহে এদেশে স্মার্টফোনটি উন্মোচন করবে। এটি Galaxy A04s-এর উত্তরসূরি হিসেবে আসবে। গত মাসেই মালয়েশিয়ায় আত্মপ্রকাশ করেছে এটি। মনে করা হচ্ছে, ভারতীয় ভ্যারিয়েন্ট একই স্পেসিফিকেশন অফার করবে।

ভারতে Samsung Galaxy A05s-এর লঞ্চের তারিখ

স্যামসাং আগামী ১৮ অক্টোবর, বুধবার ভারতে গ্যালাক্সি এ০৫এস লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। এটি ব্ল্যাক, লাইট গ্রীন এবং লাইট পার্পল কালার অপশনে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। কোম্পানির দ্বারা শেয়ার করা টিজার পোস্টারে ফোনের সামনে পুরু চিন সহ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে এবং পিছনে উল্লম্বভাবে অবস্থিত তিনটি ক্যামেরা সেন্সর দেখা গেছে। ডান দিকে পাওয়ার বাটনে সম্ভবত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এম্বেড করা থাকবে।

এছাড়া, স্যামসাং গ্যালাক্সি এ০৫এস-এর প্রধান স্পেসিফিকেশনও নিশ্চিত করা হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্টটি গ্লোবাল মডেলের মতোই স্পেসিফিকেশন অফার করতে চলেছে। ফোনটিতে ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির ডিসপ্লে উপস্থিত থাকবে। আর পারফরম্যান্সের জন্য, এই ফোনে Qualcomm Snapdragon 680 প্রসেসরটি ব্যবহৃত হবে, যা ১২ জিবি র‍্যাম (র‍্যাম প্লাস ফিচার ধরে) এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, Samsung Galaxy A05s-এর ট্রিপল ক্যামেরা সেটআপে ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের সাথে যুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এই স্যামসাং গ্যালাক্সি ফোনটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে আসবে। স্যামসাং জানিয়েছে যে, Galaxy A05s একটি সাশ্রয়ী মূল্যের ডিভাইস হবে, যা গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত অপশন হবে। আগামী বুধবার লঞ্চের সময় সকল আনুষ্ঠানিক বিবরণ প্রকাশিত হতে চলেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন