Samsung-এর চমক! নিউ ইয়ারের রেশ না কাটতেই হঠাৎ দাম কমল এই দুর্দান্ত বাজেট ফোনের

বেশ কয়েক মাস হল ভারতের মানুষের মধ্যে আবারও Samsung-এর মোবাইলের ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। আর বাজারের গতিবিধি দেখে এই...
Anwesha Nandi 9 Jan 2024 8:14 AM IST

বেশ কয়েক মাস হল ভারতের মানুষের মধ্যে আবারও Samsung-এর মোবাইলের ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। আর বাজারের গতিবিধি দেখে এই বিশ্বখ্যাত সংস্থাটিও নতুন নতুন ডিভাইস লঞ্চ করছে এবং সেগুলির মানোন্নয়নের দিকে নজর দিচ্ছে; এমনকি মাঝে মাঝে বিভিন্ন Samsung স্মার্টফোনে আকর্ষণীয় অফারও মিলছে। সেক্ষেত্রে আপনি যদি বাজেট রেঞ্জে Samsung স্মার্টফোন কেনার পরিকল্পনায় থাকেন, তাহলে এটিই ইচ্ছেপূরণের সঠিক সময় হতে পারে। কেননা, Samsung ভারতে তার সাশ্রয়ী মূল্যের Galaxy A05s স্মার্টফোনের দাম কমিয়ে সেটিকে আরও সস্তা করে তুলেছে। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে এই Samsung Galaxy A05s ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল। এখন, এর দুটি সংস্করণেই দামে পতন হয়েছে যার ফলে ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট ১,০০০ টাকা ছাড়ে এবং ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট ২,০০০ টাকা ছাড়ে কেনা যাবে। আসুন, এখন Samsung Galaxy A05s-এর নতুন দাম এবং ফিচারসমূহ এক নজরে দেখে নিই।

Samsung Galaxy A05s ফোনের নতুন দাম

আচমকা দাম কমার জেরে এখন স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনের ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট ১১,৪৯৯ টাকায় কেনা যাবে। অন্যদিকে, এর ৬ জিবি র‍্যাম মডেল কিনতে দাম পড়বে ১২,৯৯৯ টাকা। স্মার্টফোনটি হালকা সবুজ, হালকা বেগুনি এবং কালো রঙের বিকল্পে মিলবে।

Samsung Galaxy A05s-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ০৫এস স্মার্টফোনটিতে ৬.৭ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, যার সাথে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাওয়া যাবে। আবার মেমরি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়াতে পারবেন। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে মিলবে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি, কোম্পানির মতে যা একবার চার্জে দুই দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে পারে।

একইভাবে ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। এছাড়া সফ্টওয়্যার ফ্রন্টে ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ওএসের সাথে আসবে। এতে মিলবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।

Show Full Article
Next Story