Samsung Galaxy A06 5G বাজারে আসার আগে পেল Wi-Fi Alliance থেকে অনুমোদন, কি ফিচার থাকবে

Samsung Galaxy A06 এর 4G ভ্যারিয়েন্টের 4 জিবি + 64 জিবি স্টোরেজ মডেলের দাম 9,999 টাকা এবং 4 জিবি + 128 জিবি স্টোরেজ মডেলের দাম 11,499 টাকা।

Suman Patra 23 Dec 2024 10:33 PM IST

স্যামসাং শীঘ্রই ভারতে Samsung Galaxy A06 5G লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই ডিভাইসটি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। জানা গেছে এতে এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 5000mAh ব্যাটারি থাকবে। আজ আবার মাইস্মার্টপ্রাইস Galaxy A06 5G ডিভাইসটিকে Wi-Fi Alliance সার্টিফিকেশন সাইটে খুঁজে পেয়েছে। আসুন এখান থেকে কি কি তথ্য সামনে এল দেখে নেওয়া যাক।

Samsung Galaxy A06 5G উপস্থিত হল ওয়াই-ফাই অ্যালায়েন্স সার্টিফিকেশন সাইটে

ওয়াই-ফাই অ্যালায়েন্স সার্টিফিকেশন সাইটে স্যামসাং গ্যালাক্সি A06 5G ফোনটি SM-A066B/DS মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এতে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই অর্থাৎ 2.4GHz এবং 5GHz সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। যদিও এছাড়া আর কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, এই একই মডেল নম্বর সহ ফোনটি কিছুদিন আগে IMEI ডেটাবেসেও উপস্থিত হয়েছিল। যদিও গ্যালাক্সি A06 5G এখনও কোনো দেশের সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র পায়নি।

স্যামসাং গ্যালাক্সি A06 এর ফিচার

স্যামসাং সম্প্রতি ভারতে গ্যালাক্সি A06 এর 4G ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এতে HD+ রেজোলিউশনের 6.7-ইঞ্চি LCD স্ক্রিন দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং এর ডিজাইন ওয়াটারড্রপ নচ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক One UI 6.1 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। এতে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Samsung Galaxy A06 এর 4G ভ্যারিয়েন্টের 4 জিবি + 64 জিবি স্টোরেজ মডেলের দাম 9,999 টাকা এবং 4 জিবি + 128 জিবি স্টোরেজ মডেলের দাম 11,499 টাকা। আমরা আশা করতে পারি 5G ভার্সন কিছুটা ব্যয়বহুল হবে।

Show Full Article
Next Story