স্যামসাং তাদের নতুন বাজেট স্মার্টফোন Samsung Galaxy A06 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে এই আসন্ন ফোন নিয়ে নানারকম তথ্য সামনে আসছে। যদিও ডিভাইসটি কবে লঞ্চ হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থাটি। তবে টিপস্টার সুধাংশু একটি এক্স পোস্টে Samsung Galaxy A06 ফোনের সমস্ত স্পেসিফিকেশন ফাঁস করেছেন। তার দাবি সংস্থাটি এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেবে। এছাড়া এতে দুর্দান্ত ডিসপ্লে ও শক্তিশালী প্রসেসর পাওয়া যাবে।
Samsung Galaxy A06 এই ফিচারের সাথে আসতে পারে
টিপস্টারের মতে, স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনে ৭২০x১৬০০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৭-ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্মার্টফোনটি ৪ জিবি+ ৬৪ জিবি এবং ৪ জিবি + ১২৮ জিবি অপশনে পাওয়া যাবে। প্রসেসর হিসেবে এতে মিডিয়াটেক হেলিও জি৮৫ ব্যবহার করা হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশসহ দুটি রিয়ার ক্যামেরা দেওয়া হবে।
এর মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে। সেলফির জন্য ফোনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এ০৬ হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আবার এই ডিভাইসে দুই বছর পর্যন্ত ওএস আপডেট এবং চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য Samsung Galaxy A06 ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ডেটা সুরক্ষার জন্য ফোনটি স্যামসাংয়ের নক্স ভল্ট সহ আসবে। সাউন্ডের জন্য পাওয়া যাবে ডলবি অ্যাটমস সাপোর্ট।