Samsung Galaxy A06 লঞ্চ হল খুব সস্তায়, পাবেন 50MP ক্যামেরা, 5000mah ব্যাটারি

আমজনতার বাজেটের মধ্যে নতুন স্মার্টফোন এল বাজারে। নতুন মডেলটির নাম Samsung Galaxy A06। এটি চুপিচুপি লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। এতে MediaTek Helio G85 প্রসেসর,…

Samsung galaxy a06 launched price specifications features

আমজনতার বাজেটের মধ্যে নতুন স্মার্টফোন এল বাজারে। নতুন মডেলটির নাম Samsung Galaxy A06। এটি চুপিচুপি লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। এতে MediaTek Helio G85 প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। চলুন এই প্রতিবেদনে ডিভাইসটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A06: স্পেসিফিকেশন ও ফিচার্স

স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। জানিয়ে রাখি, পূর্বসূরী এ০৫ মডেলেটিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট ছিল। ডিসপ্লেতে আপগ্রেড থাকলেও পুরনো মডেলের মতো এতে হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ৪ জিবি/৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ অফার করে।

সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করে ফোনটি। ফটোগ্রাফির জন্য, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A06 শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy A06: দাম

স্যামসাংয়ের এই বাজেট ফোনটি ভিয়েতনামে রিলিজ হয়েছে। এটি শীঘ্রই ভারত সহ অন্যান্য দেশেও লঞ্চ হবে বলে আশা করা যায়। ডিভাইসটির ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজের দাম ৩,১৯০,০০০ ভিয়েতনামী ডং, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০,৭০০ টাকা। অন্যদিকে, ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম টাকার অঙ্কে প্রায় ১২,৭০০।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন