খুবই কম দামে Samsung-এর নতুন ফোন, সস্তায় 50MP ক্যামেরা, 5000mah ব্যাটারি

Samsung Galaxy A06 সম্প্রতি ভিয়েতনামে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটি এবার ভারতেও খুব শীঘ্রই পা রাখছে বলে শোনা যাচ্ছে। সংস্থা কিছু না বললেও, হ্যান্ডসেটটির BIS বা ব্যুরো…

Samsung galaxy a06 price ram storage options leaked ahead of launch in India

Samsung Galaxy A06 সম্প্রতি ভিয়েতনামে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটি এবার ভারতেও খুব শীঘ্রই পা রাখছে বলে শোনা যাচ্ছে। সংস্থা কিছু না বললেও, হ্যান্ডসেটটির BIS বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ওয়েবসাইটে হাজির হওয়া সেই দিকেই ইঙ্গিত করছে। ভারতে অফিশিয়াল লঞ্চের আগেই এখন Samsung Galaxy A06-এর দাম, র‍্যাম ও স্টোরেজ অপশন ফাঁস হয়ে গিয়েছে।

ভারতে Samsung Galaxy A06-এর দাম

91মোবাইলসের প্রতিবেদনে রিটেল পার্টনারদের সঙ্গে শেয়ার করা স্যামসাংয়ের একটি ইন্টারনাল ডকুমেন্ট প্রকাশ করা হয়েছে। সেখান থেকে জানা গিয়েছে যে, গ্যালাক্সি A06 দুই মেমরি কনফিগারেশনে উপলব্ধ হবে – 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ এবং 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ৷ দাম হবে যথাক্রমে 9,999 টাকা ও 11,499 টাকা।

Samsung Galaxy A06 স্পেসিফিকেশন

স্যামসাং এই ফোনকে ওয়াটারড্রপ নচ যুক্ত 60 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির ডিসপ্লের সাথে লঞ্চ করেছে। জানিয়ে রাখি, পূর্বসূরী A05 মডেলের স্ক্রিনেও 60 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট ছিল। আগের মডেলের মতো এতে Helio G85 প্রসেসর ব্যবহার করা হয়েছে। কোম্পানি 2 বছর অপারেটিং সিস্টেম আপডেট ও 4 বছর সিকিউরিটি প্যাচ দেবে বলে নিশ্চিত করেছে।

অ্যান্ড্রয়েড 14 সংস্করণ প্রি-ইনস্টলড করা আছে এই স্মার্টফোনে। রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্সের সঙ্গে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A06 মডেলে শক্তিশালী 5,000 এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা 25 ওয়াট চার্জিং সমর্থন করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন