স্যামসাং ফ্যানদের জন্য রয়েছে দারুণ সুখবর। সংস্থাটি শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে। স্যামসাংয়ের এই আপকামিং ফোনের নাম Samsung Galaxy A06। এটি বাজেট সেগমেন্টে আসতে পারে। যদিও এই ফোনের নির্দিষ্ট লঞ্চের তারিখ জানা যায়নি। তবে টিপস্টার ইভান ব্লাস Samsung Galaxy A06 এর রেন্ডার ইমেজ শেয়ার করেছেন। ওই রেন্ডার অনুসারে, এই ফোনটি তিনটি রঙে সাথে লঞ্চ হবে – গোল্ড (হলুদ), স্কাই ব্লু (সিলভার ব্লু) এবং ব্ল্যাক।
পুরু বেজেল সহ আসছে Samsung Galaxy A06
আসন্ন স্যামসাং ডিভাইসের ডিজাইন গ্যালাক্সি এ০৫ থেকে কিছুটা আলাদা হবে। ফ্ল্যাট ডিজাইনের সঙ্গে আসবে এই ফোন। এর প্রান্তগুলি আরও কৌণিক হবে। আর এর ব্যাক প্যানেলে একটি রেখাযুক্ত প্যাটার্নও দেওয়া হবে।
শেয়ার করা ছবি থেকে জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা দেওয়া হবে। আবার ফ্রন্ট লুকের কথা বললে, এতে ওয়াটারড্রপ নচ ডিজাইন এবং পুরু বেজেল সহ ডিসপ্লে থাকবে। সামগ্রিকভাবে, ডিজাইন দ্বারা, এই ফোনটি একটি বাজেট সেগমেন্টের ডিভাইস বলে মনে হচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এ০৬ এই ফিচারের সাথে আসবে
৯১মোবাইলস কিছুদিন আগে গুগল প্লে কনসোলে নয়া স্যামসাং স্মার্টফোনকে খুঁজে পেয়েছির। গুগল প্লে কনসোলের লিস্টিং অনুসারে, স্যামসাংয়ের এই ফোনে ১৬০০x৭২০ পিক্সেল রেজোলিউশনের পুরু বেজেল সহ একটি ডিসপ্লে থাকবে। ফোনটি ৪ জিবি ও ৬ জিবি র্যাম অপশনে আসতে পারে। এতে ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
প্রসেসর হিসেবে ডিভাইসে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট ব্যবহার করা হবে। অপারেটিং সিস্টেমের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ানইউআই কাস্টম স্কিনে চলবে। গ্যালাক্সি এ০৫ এর উত্তরসূরি হিসেবে বাজারে আসা এই ফোনটির এর দাম ১০ হাজার টাকা থেকে শুরু হতে পারে।