Samsung এর ধারে কাছে নেই Redmi, Realme, বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত অ্যান্ড্রয়েড ফোন Galaxy A13

সম্প্রতি প্রখ্যাত রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্ট রিসার্চ (Counterpoint Research) তাদের এক লেটেস্ট রিপোর্টে ২০২২ সালের...
techgup 13 March 2023 5:21 PM IST

সম্প্রতি প্রখ্যাত রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্ট রিসার্চ (Counterpoint Research) তাদের এক লেটেস্ট রিপোর্টে ২০২২ সালের সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকাটি প্রকাশ্যে এনেছে। সেখানে দেখা গিয়েছে যে, গত বছর বিশ্বের সর্বাধিক বিক্রিত ১০ টি হ্যান্ডসেটের মধ্যে ৮ টিই iPhone। ফলে মার্কেটে দীর্ঘদিন ধরে চড়া দামের একাধিক হ্যান্ডসেট লঞ্চ করা সত্ত্বেও এখনও পর্যন্ত স্মার্টফোনের দুনিয়ায় Apple-এর আধিপত্য তথা জনপ্রিয়তা যে এতটুকুও কমেনি, তা এখান থেকেই স্পষ্ট। তবে পিছিয়ে নেই দক্ষিণ কোরিয়ান টেক জায়েন্ট Samsung-ও; এই টপ-টেন লিস্টে সংস্থাটির দুটি অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোনও শামিল রয়েছে, যেগুলি হল - Samsung Galaxy A13 এবং Galaxy A03। তবে চীনের জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি Xiaomi, OnePlus, Vivo কিংবা Oppo-র কোনো ডিভাইস এই তালিকায় জায়গা পায়নি। আসুন, ২০২২ সালের সর্বাধিক বিক্রিত ১০ টি স্মার্টফোনের নাম জেনে নেওয়া যাক।

২০২২ সালের সর্বাধিক বিক্রিত ১০ টি স্মার্টফোনের মধ্যে ৮ টিই iPhone!

কাউন্টারপয়েন্ট রিসার্চ কর্তৃক প্রকাশিত ২০২২ সালের সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকার শীর্ষস্থানে রয়েছে আইফোন ১৩ (iPhone 13)। এরপর যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানটি দখল করেছে আইফোন ১৩ প্রো ম্যাক্স (iPhone 13 Pro Max) এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max)। কাউন্টারপয়েন্টের তথ্য অনুযায়ী, ২০২২ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আইফোন ১৪ প্রো ম্যাক্স।

এরপর চতুর্থ স্থানটিতে বিরাজমান রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ১৩ (Samsung Galaxy A13)। এর পরে আইফোন ১৩ প্রো (iPhone 13 Pro) পঞ্চম, আইফোন ১২ (iPhone 12) ষষ্ঠ, আইফোন ১৪ (iPhone 14) সপ্তম, আইফোন ১৪ প্রো (iPhone 14 Pro) অষ্টম এবং আইফোন এসই ২২ (iPhone SE 22) নবম স্থান অধিকার করেছে। আর সবশেষে স্যামসাং গ্যালাক্সি এ০৩ (Samsung Galaxy A03) বিশ্বের সর্বাধিক বিক্রিত ফোনের তালিকার দশ নম্বরে নিজের জায়গা করে নিতে পেরেছে।

একমাত্র Samsung-ই Android সমাজের মুখরক্ষা করেছে

নিঃসন্দেহে বলা যায় যে, আইফোনকে খানিকটা টক্কর দিয়ে সমগ্র অ্যান্ড্রয়েড জগতের মুখরক্ষা করেছে স্যামসাং। এর সুবাদে দক্ষিণ কোরিয়ান টেক কোম্পানিটির অনুরাগীরা যে যারপরনাই আনন্দিত হবেন, সেকথা বলাই বাহুল্য। সেক্ষেত্রে এখন বিশ্বের সর্বাধিক বিক্রিত স্মার্টফোনগুলির কথা জানতে পেরে আপনাদের মনেও নিশ্চয়ই এগুলির কোনোওটিকে পকেটস্থ করার ইচ্ছা জাগছে! তাই আজকের এই প্রতিবেদনে আমরা অ্যান্ড্রয়েড এবং আইওএস (iOS) উভয় ইউজারদের সুবিধার্থে আইফোন ১৩ এবং স্যামসাং গ্যালাক্সি এ১৩ স্মার্টফোন দুটির দাম এবং ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জানাতে চলেছি, যেগুলি কাউন্টারপয়েন্ট রিসার্চের মতে যথাক্রমে আইওএস এবং অ্যান্ড্রয়েড ক্যাটাগরির অন্তর্গত বিশ্বের সর্বাধিক বিক্রিত স্মার্টফোন।

iPhone 13-এর দাম এবং ফিচার ও স্পেসিফিকেশন

এ১৫ বায়োনিক (A15 Bionic) চিপসেট দ্বারা চালিত আইফোন ১৩-এ আছে ২,৫৩২x১,১৭০ পিক্সেল রেজোলিউশনের ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আইপি৬৮ (IP68) রেটিংপ্রাপ্ত হওয়ায় হ্যান্ডসেটটি সম্পূর্ণভাবে জল এবং ধুলো প্রতিরোধী। ডিভাইসটি আইওএস ১৫ (iOS 15) কাস্টম স্কিনে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ২৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৩,২৪০ এমএএইচ ব্যাটারির দেখা মিলবে। ফটোগ্রাফির জন্য এই আইফোনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। জানিয়ে রাখি, বর্তমানে ফ্লিপকার্ট (Flipkart)-এ ফোনটির ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৫৯,৯৯৯ টাকা।

Samsung Galaxy A13-এর দাম এবং ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ১৩ ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৬ ইঞ্চি এফএইচডি+ ইনফিনিটি ভি ডিসপ্লে, যা ১,০৮০ x ২,৪০৮ পিক্সেল রেজোলিউশন এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। ডিভাইসটির রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিয়ে গঠিত কোয়াড ক্যামেরা সেটআপ বিদ্যমান। আবার, ফোনটির সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার দেখা মিলবে। হ্যান্ডসেটটিতে এক্সিনস ৮৫০ (Exynos 850) প্রসেসর ব্যবহার করা হয়েছে।

স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ভিত্তিক ওয়ান ইউআই ৫ (One UI 5) কাস্টম স্কিনে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারির দেখা মিলবে। উল্লেখ্য, চলতি সময়ে ফ্লিপকার্ট থেকে উক্ত ফোনটির ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ মডেলটি কিনতে হলে খরচ পড়বে ১৪,৯৯৯ টাকা।

Show Full Article
Next Story