Samsung Galaxy A13 ও Galaxy A23 চুপিচুপি 50MP কোয়াড ক্যামেরা এবং Gorilla Glass 5 সুরক্ষার সাথে লঞ্চ হল

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দুনিয়া শাসন করতে ফেব্রুয়ারি মাসে আত্মপ্রকাশ করেছে Samsung Galaxy S22 সিরিজ। টেক জায়ান্টটির এই...
SHUVRO 5 March 2022 1:24 PM IST

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দুনিয়া শাসন করতে ফেব্রুয়ারি মাসে আত্মপ্রকাশ করেছে Samsung Galaxy S22 সিরিজ। টেক জায়ান্টটির এই লাইনআপের ফোনগুলি নিয়ে উন্মাদনা সর্বত্র। Galaxy S22 লঞ্চের রেশ একটু থিতু না হতেই ফের স্যামসাংপ্রেমীদের জন্য খুশির খবর। প্রিমিয়াম সেগমেন্ট থেকে নজর ঘুরিয়ে এবার কম মূল্যের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজারে দু'টি নতুন হ্যান্ডসেটের ঘোষণা করল তারা। স্যামসাং আজ প্রেস বিবৃতি প্রকাশ করে Samsung Galaxy A13 ও Samsung Galaxy A23 লঞ্চের কথা জানিয়েছে।

নতুন লঞ্চ করা Galaxy A13 ও Galaxy A23 সংস্থার বাজেট-ফ্রেন্ডলি তথা বেস্ট-সেলিং Galaxy A সিরিজের নতুন সদস্য। ফোনগুলি গত বছরের Galaxy A12 ও Galaxy A22-এর আপগ্রেড ভার্সন হিসেবে এসেছে। Galaxy A13 ও Galaxy A23 মডেলের দাম কত বা কবে, কোথায় পাওয়া যাবে, সেই নিয়ে এখনও বিস্তারিত কিছু বলেনি স্যামসাং। তবে স্পেসিফিকেশন সম্পন্ধীয় সমস্ত তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

হাইলাইটগুলির প্রসঙ্গে আসলে, Samsung Galaxy A13 ও Samsung Galaxy A23-এর ডিসপ্লের উপরে অত্যন্ত টেকসই Corning Gorilla Glass 5 প্রোটেকশন রয়েছে। অর্থাৎ মজবুতির দিক থেকে একটি অতিরিক্ত সুরক্ষার আবরণ পাবেন ব্যবহারকারীরা। উল্লেখ্য, কর্নিং গরিলা গ্লাসের ওই পঞ্চম সংস্করণ Galaxy Note 9 ফ্ল্যাগশিপেও ব্যবহার হয়েছিল। এছাড়া, ফোনগুলিতে রয়েছে লং-লাস্টিং ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট (গত বছর ১৫ ওয়াট ছিল), এবং উন্নত ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি এ১৩ স্পেসিফিকেশনস
(Samsung Galaxy A13 Specifications)

৪জি কানেক্টিভিটিযুক্ত স্যামসাং গ্যালাক্সি এ১৩ একটি ৬.৬ ইঞ্চি এলসিডি ভি-কাট ডিসপ্লের সঙ্গে এসেছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনটি গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। স্যামসাং গ্যালাক্সি এ১৩ মডেলে একটি অক্টা-কোর চিপসেট দেওয়া হয়েছে, যার নাম উল্লেখ করা হয়নি। প্রসেসরটির বেস ক্লক স্পিড ২ গিগাহার্টজ এবং বুস্ট ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ।

ডিভাইসটি ৩ জিবি / ৪ জিবি / ৬ জিবি র‍্যাম এবং ৩২ জিবি / ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। গ্যালাক্সি এ১৩ হ্যান্ডসেটে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ নির্ভর ওয়ানইউআই ৪.১ কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড থাকছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করা হয়েছে৷।

গ্যালাক্সি এ১৩ স্মার্টফোনের ব্যাক প্যানেলে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের। এছাড়া বাকি ক্যামেরাগুলি যথাক্রমে একটি ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, একটি ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা, এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আর সামনে আছে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য গ্যালাক্সি এ১৩ মডেলে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। স্মার্টফোনটি ব্লু, পিচ, হোয়াইট, এবং ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে।

স্যামসাং গ্যালাক্সি এ২৩ স্পেসিফিকেশনস
(Samsung Galaxy A23 Specifications)

স্যামসাং গ্যালাক্সি এ১৩-এর মতো গ্যালাক্সি এ২৩ মডেলেও একইরকম হার্ডওয়্যার রয়েছে। উল্লেখ্য, গত বছরের গ্যালাক্সি এ২২-এর সঙ্গে নতুন ফোনটির মূল পার্থক্য তার স্ক্রিনে৷।গ্যালাক্সি এ২২ সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছিল, যার দৈর্ঘ্য ছিল ৬.৪ ইঞ্চি। এটি এইচডি+ রেজোলিউশন দিত৷ সেখানে স্যামসাং গ্যালাক্সি এ২৩ একটু বড় ৬.৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। যা ফুল-এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করে৷ আবার এর উপরে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন বর্তমান।

এছাড়া, গ্যালাক্সি এ২৩ মডেলে একটি অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার বেস ক্লক স্পিড ১.৯ গিগাহার্টজ এবং বুস্ট ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ। ফোনটির ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ আছে - ৫০ মেগাপিক্সেল (প্রাইমারি), ৫ মেগাপিক্সেল (আল্ট্রা ওয়াইড), ২ মেগাপিক্সেল (ডেপ্থ), ক্যামেরা, এবং ২ মেগাপিক্সেল (ম্যাক্রো)। অন্য দিকে, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

স্যামসাং গ্যালাক্সি এ২৩ বাজারে ৪ জিবি / ৬ জিবি / ৮ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। ব্লু, পিচ, হোয়াইট, এবং ব্ল্যাক কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। পাওয়ারের জন্য মিলবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ নির্ভর ওয়ানইউআই ৪.১ দ্বারা পরিচালিত।

স্যামসাং জানিয়েছে যে, Samsung Galaxy A13 ও Galaxy A23 চলতি বছর থেকে ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুক্তি পাবে। তবে দেশ ও অঞ্চল অনুযায়ী র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশন আলাদা হতে পারে।

Show Full Article
Next Story