Samsung ভক্তদের জন্য সুখবর! 50MP ক্যামেরা ও 5000mAh ব্যাটারির এই ফোন মিলছে দারুণ ছাড়ে
একদিকে যেমন Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি গ্লোবাল মার্কেটকে মাতিয়ে রেখেছে, তেমনই আবার ভারতে এই সংস্থার বাজেট...একদিকে যেমন Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি গ্লোবাল মার্কেটকে মাতিয়ে রেখেছে, তেমনই আবার ভারতে এই সংস্থার বাজেট রেঞ্জের ফোনগুলি কার্যত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। সেক্ষেত্রে বিগত কয়েক মাসে বিশ্বখ্যাত এই ব্র্যান্ডটি বিভিন্ন দামের ফোন লঞ্চ করলেও, আপনি যদি এখন Samsung-এর কোনো বাজেট ফোন কিনতে চান, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি সেরা অফারের সন্ধান। এই মুহূর্তে Amazon India, প্রায় দু বছর আগে লঞ্চ হওয়া Samsung Galaxy A13 ফোনে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে, আপনি এটি ১৫ হাজার টাকার কম দামে কিনতে পারবেন। আবার তথাকথিত পুরোনো মডেল হলেও এই ফোনে মিলবে 5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 128GB স্টোরেজের মতো ফিচার।
সস্তায় মিলছে Samsung Galaxy A13 ফোন, দাম দেখে নিন
স্যামসাং গ্যালাক্সি এ১৩ ফোনটির ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ২০,৯৯৯ টাকা, তবে এখন অ্যামাজন এটিকে সর্বনিম্ন ১৩,৪৯৯ টাকায় কেনার সুযোগ দিচ্ছে। এক্ষেত্রে ব্যাঙ্ক অফারে ফোনটির দাম আরও কিছু টাকা কমানো যাবে।
আবার, এক্সচেঞ্জ অফার কাজে লাগিয়ে পুরোনো ফোন বদলে নিলে, এই স্যামসাং ফোনের দামে ১২,৮০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় মিলবে (শর্তাবলি প্রযোজ্য)।
Samsung Galaxy A13-এর স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এ১৩ স্মার্টফোনটিতে ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০৮ পিক্সেল) ইনফিনিটি-ভি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোম্পানির নিজস্ব অক্টা-কোর এক্সিনস প্রসেসর, যার সাথে ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে। আবার ফটোগ্রাফির জন্য এটিতে মিলবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ।