50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Samsung Galaxy A14 4G, রয়েছে 5000mAh ব্যাটারি

গত জানুয়ারি মাসে Samsung তাদের লেটেস্ট স্মার্টফোন Galaxy A14 5G -কে একাধিক দেশীয় বাজারে উন্মোচন করেছিল। আর আজ অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক…

গত জানুয়ারি মাসে Samsung তাদের লেটেস্ট স্মার্টফোন Galaxy A14 5G -কে একাধিক দেশীয় বাজারে উন্মোচন করেছিল। আর আজ অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি মালয়েশিয়ার বাজারে এই ফোনটির 4G ভ্যারিয়েন্ট লঞ্চ করলো। নবাগত Samsung Galaxy A14 4G ফোনের দাম জানা না গেলেও, এর যাবতীয় ফিচার প্রকাশ্যে এসেছে। এতে – FHD+ ডিসপ্লে প্যানেল, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম ওএস, ১২৮ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি পাওয়া যাবে। আবার ডিভাইসটি ৪টি আকর্ষণীয় কালার বিকল্প সহ এসেছে। চলুন এবার নয়া Samsung Galaxy A14 4G স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি -এর স্পেসিফিকেশন ও ফিচার (Samsung Galaxy A14 4G specifications and features)

স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি স্মার্টফোনে রয়েছে ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০৮ পিক্সেল) IPS LCD ডিসপ্লে, যা ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য হ্যান্ডসেটটির মালয়েশিয়ান ভ্যারিয়েন্টে ২.০ গিগাহার্টজ ক্লক রেট চালিত একটি অক্টা-কোর চিপসেট আছে। মনে করা হচ্ছে, এটি মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসাবে এতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫ (One UI 5) কাস্টম স্কিন পাওয়া যাবে। ডিভাইসটি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। যদিও মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করে এর ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি আরো বর্ধিত করা যাবে। তদুপরি নিরাপত্তার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে Samsung Galaxy A14 4G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আবার ডিসপ্লে উপরিভাগে থাকা নচ কাটআউটের ভিতরে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়। পাওয়ার ব্যাকআপের জন্য এই ৪জি হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৫ ওয়াট চার্জিং সমর্থন করে। পরিশেষে Samsung Galaxy A14 5G স্মার্টফোনের পরিমাপ ১৬৭.৭x৭৮x৯.১ মিমি এবং ওজন ২০১ গ্রাম।

স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি -এর দাম (Samsung Galaxy A14 4G price)

মালয়েশিয়ার বাজারের জন্য স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি স্মার্টফোনের দাম কত নির্ধারণ করা হয়েছে, তা এখনও নিশ্চিত করেনি সংস্থাটি। তবে ডিভাইসটির কালার ভ্যারিয়েন্ট সম্পর্কে জানতে পেরেছি আমরা। এটি – ব্ল্যাক, সিলভার, গ্রীন এবং ডার্ক রেড, এই চারটি কালার বিকল্পে এসেছে। আমাদের আশা এ-সিরিজের এই নয়া ৪জি স্মার্টফোনটিকে মালয়েশিয়া ছাড়াও আগামী দিনে ভারত সহ অন্যান্য দেশীয় বাজারে পাওয়া যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন