সস্তায় বাজারে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy A14 4G, ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে থাকবে 4GB র‌্যাম

Samsung শীঘ্রই তাদের জনপ্রিয় Galaxy A-সিরিজের অধীনে একগুচ্ছ নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। মনে করা হচ্ছে, ডিভাইসগুলিকে হয়তো মার্চের মধ্যেই বাজারে আসবে। এক্ষেত্রে আসন্ন…

Samsung শীঘ্রই তাদের জনপ্রিয় Galaxy A-সিরিজের অধীনে একগুচ্ছ নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। মনে করা হচ্ছে, ডিভাইসগুলিকে হয়তো মার্চের মধ্যেই বাজারে আসবে। এক্ষেত্রে আসন্ন মডেলগুলির মধ্যে – Galaxy A54 এবং Galaxy A34 5G অন্তর্ভুক্ত আছে। তবে এছাড়াও একটি সাশ্রয়ী মূল্যের ফোনের উপর কাজ করছে সংস্থা, যার নাম Galaxy A14 4G। আজ এই ডিভাইসটিকে একাধিক মুখ্য স্পেসিফিকেশন সহ Google Play Console -এ তালিকাভুক্ত করা হয়েছে। আসুন ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Google Play Console -এ তালিকাভুক্ত হল Samsung Galaxy A14 4G

গুগল প্লে কনসোল লিস্টিং অনুযায়ী, আপকামিং স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি স্মার্টফোনকে ৪ জিবি র‍্যাম সহ লঞ্চ করা হবে। যদিও সংস্থাটি লঞ্চের সময় আরো বেশ কয়েকটি স্টোরেজ বিকল্প অফার করতে পারে। এতে ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০৮ পিক্সেল) রেজোলিউশন এবং ৪৫০ পিপিআই ডেনসিটি সমর্থিত ডিসপ্লে প্যানেল দেওয়া হবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫ (One UI 5) কাস্টম স্কিনে রান করবে। আবার পারফরম্যান্সের জন্য এতে ২টি ২গিগাহার্টজ ক্লক রেটের এআরএম কর্টেক্স এ৭৫ কোর এবং ৬টি ১.৮গিগাহার্টজ ক্লক রেটের এ৫৫ কোর সহ আসা মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর সমন্বিত থাকবে। আর গ্রাফিক্সের জন্য মালি জি৫২ জিপিইউ পাওয়া যাবে।

গুগল প্লে কনসোল প্রদত্ত লিস্টিংয়ে Samsung Galaxy A14 4G স্মার্টফোন সম্পর্কে আর কোনো তথ্য উল্লেখ নেই। তবে সাম্প্রতিক কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, এতে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি প্যাক থাকতে পারে।

আবার ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ক্যামেরাগুলি – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর হতে পারে। এদিকে ডিভাইসের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেলের সেলফি শুটার দেখা যাবে বলেও জানা যাচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন