সস্তা 5G স্মার্টফোনের দাম 2,000 টাকা কমাল Samsung, এখনই কিনে ফেলুন কম পয়সায়
স্যামসাং গত জানুয়ারি মাসে তাদের A-সিরিজের সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট হিসাবে Samsung Galaxy A14 5G ফোনটি ভারতে লঞ্চ...স্যামসাং গত জানুয়ারি মাসে তাদের A-সিরিজের সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট হিসাবে Samsung Galaxy A14 5G ফোনটি ভারতে লঞ্চ করেছিল। লঞ্চের প্রায় এক বছর পর দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এবার ডিভাইসটির দাম কমালো। ভারতীয় ক্রেতারা এখন Samsung Galaxy A14 5G-কে তার লঞ্চ প্রাইসের তুলনায় ২,০০০ টাকা কম মূল্যে কিনতে পারবেন। আসুন এই স্যামসাং ফোনের নতুন মূল্য এবং ব্যাঙ্কের অফারগুলি দেখে নেওয়া যাক।
Samsung Galaxy A14 5G-এর দাম কমালো সংস্থা
স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি ভারতে তিনটি মেমরি কনফিগারেশনে পাওয়া যাবে। এর বেস ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ, মিড-টিয়ার ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলি যথাক্রমে ১৬,৪৯৯, ১৮,৯৯৯ এবং ২০,৯৯৯ টাকা মূল্যে লঞ্চ করা হয়েছিল। স্যামসাং এখন উল্লিখিত সমস্ত মডেলের দাম ২,০০০ টাকা কমাবে বলে ঘোষণা করেছে। অতএব, ফোনটি এখন দেশে নিম্নলিখিত মূল্যে পাওয়া যাবে।
ভারতে Samsung Galaxy A14 5G-এর নতুন দাম
৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ - ১৪,৪৯৯ টাকা।
৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ - ১৬,৯৯৯ টাকা।
৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ - ১৮,৯৯৯ টাকা।
ফোনটি ডার্ক রেড, ব্ল্যাক বা লাইট গ্রীন কালার অপশনে পাওয়া যাবে। এছাড়া, অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)-এর ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে ক্রেতারা অতিরিক্ত ১,০০০ টাকা ক্যাশব্যাকও পেতে পারেন।
Samsung Galaxy A14 5G-এর স্পেসিফিকেশন
Samsung Galaxy A14 5G-এ ফুলএইচডি+ রেজোলিউশন (২,৪০৮ x ১,০৮০ পিক্সেল), ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ডিউ-ড্রপ নচ সহ ৬.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটি Exynos 1330 প্রসেসর দ্বারা চালিত এবং বর্তমানে অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক ওয়ান ইউআই ৬.০ (One UI 6.0) সফ্টওয়্যার স্কিনে রান করে৷
ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A14 5G-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সিস্টেম অবস্থান করছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।
এছাড়াও, Samsung Galaxy A14 5G-তে ডুয়েল সিম, 5G, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy A14 5G-তে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে।